ক্ষতি দিঘা সুন্দরবনের, শুক্রবার পরিদর্শনে মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী শুক্রবার তিনি দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের বিভিন্ন জেলায় যাচ্ছেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ৷ ঝড় ও কোটালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনও ঘুরে দেখবেন তিনি।
ঘূর্ণিঝড় যশের তাণ্ডব শেষে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এখনও পর্যন্ত রাজ্যে যা ক্ষয়ক্ষতির হিসেব তাঁর কাছে এসেছে তুলে ধরেন সেই তথ্য৷ তখনই তিনি জানান, আগামী ২৮ মে দু দিনের সফরে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
শুক্রবার দুপুরে তিনি প্রথমে যাবেন হিঙ্গলগঞ্জে ৷ ঝড়ে নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা ৷ সেই সব এলাকায় পরিদর্শনে যাবেন মমতা৷ এরপর সাগরে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন৷
যে পদক্ষেপগুলি করা প্রয়োজন সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দেবেন তিনি ৷ এরপর তিনি যাবেন দিঘায় ৷ ত্রাণের কাজ খতিয়ে দেখার পর শনিবার দিঘাতেও একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷
বৃহস্পতিবারই তাঁর পরিদর্শনের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় সেই সফর বাতিল করেন তিনি ৷ বৃহস্পতিবারও দুর্যোগের পূর্বাভাস থাকায় হেলিকপ্টারে যাওয়া সম্ভব হবে না৷ তাই শুক্রবারই তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাবেন বলে ঠিক করেন মুখ্যমন্ত্রী ৷
ঘূর্ণিঝড় যশের পরই নবান্ন থেকে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়- সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরের উচ্চপদস্থ কর্তারা৷ বৈঠকে উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ অরণ্য তৈরি এবং ভেটিভার ঘাস লাগানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেন তিনি ৷ যাতে আগামী দিনে ঘূর্ণিঝড়ের প্রভাব আরও ভালভাবে মোকাবিলা করা যায় ৷