রবিবার আরও কমল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮০,৮৩৪ জন। যা ৭১ তম দিনে সর্বনিম্ন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২.৯৪ কোটি।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩,৩০৩ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩.৭০ লক্ষ পার করেছে। দ্বিতীয় ঢেউয়ের জেরে মৃত্যু হয়েছে ২ লক্ষের অধিক। অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
রবিবার দেশে করোনার পজিটিভিটি রেট ৪.২৫ শতাংশ। অনেকটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এই মুহুর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৪,৫৩১ জন। মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০,২৬,১৫৯ জন।
রবিবার তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,১০৮ জন। কেরলে একদিনে আক্রান্তের সংখ্যা ১৩,৮৩২ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০,৬৯৭ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৯,৭৮৫ জন।
দেশে করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে শনিবার বৈঠকে বসে জিএসটি কাউন্সিল। সেখানে করোনার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিহারের মতোই কয়েক গুণ বাড়তে পারে মধ্যপ্রদেশের সংখ্যা এমনটাই আন্দাজ করছে কেন্দ্রের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম।
শনিবার জি সেভেনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা দ্বিতীয় ঢেউয়ের সময় পাশে থাকার জন্য জি সেভেনের সমস্ত দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।