সারি সারি পোড়া দেহ ছড়িয়ে, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ড

দ্য কোয়ারি ডেস্ক: আগুন লেগেছিল বৃহস্পতিবার। আর শুক্রবার দেখা গেল চারিদিকে পোড়া দেহ ছড়িয়ে। কম করেও ৫০ জনের পোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এখানকার একটি কারখানায় গতকাল আগুন ধরে যায়।

বিবিসি জানাচ্ছে, নরায়ণগঞ্জের যে কারখানায় গতকাল আগুন লেগেছিল সেখানে সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়। বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন জানান, অন্তত ৪০টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জের ১৮টি দমকল ইউনিট কাজ শুরু করে। শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে আবার আগুন ছড়ায় কারখানার ভিতরে। ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর দ্বন্দ্ব প্রকট, বাড়ছে জ্বালানি তেলের দাম

কারখানার আগুন থেকে বাঁচতে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন অনেকে। ভিতরে আটকে পড়েন বহুজন। তাদের অধিকাংশ মৃত। কারখানার ভিতর থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের অনেকেই শিশু।

সম্পর্কিত পোস্ট