West Bengal Assembly Election বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনা চলছিল। রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল থেকে ইস্তফার পর স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেপিতে তিনি যোগদান করবেন। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপির পতাকা তুলে নেন তিনি।

গত মাসেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তি দীনেশ ত্রিবেদী। সেদিন তিনি জানিয়েছিলেন, দমবন্ধ হয়ে আসছিল। দলে থেকে কাজ করতে পারছিলেন না। তাই নিজের অন্তরাত্মার কথা শুনেই দলত্যাগ করলেন।

আরও পড়ুনঃ মমতার মাস্টারস্ট্রোকঃ একুশের নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে কেউ ক্ষুব্ধ আবার কেউ অভিমানী

শনিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি জানান, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তিনি আরও বলেন, একদিকে যখন বাংলার সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে, অন্যদিকে হিংসার ঘটনায় উঠে আসছে বাংলার নাম।

এদিন নাম না করে তৃণমূল সম্পর্কে তিনি বলেন, অন্য দলে কেবলমাত্র একটি পরিবারের সেবা হয়। আমার কাছে দেশের জন্য সেবা করাই সবকিছু। বিশ্ব দেখছে মোদিজির হাত ধরে দেশ কীভাবে এগিয়ে চলেছে। বাংলা তথা দেশের জনতার জন্য কাজ করার সুযোগ দিল বিজেপি। আমি কৃতজ্ঞ।

এদিন দীনেশ ত্রিবেদীর যোগদানের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, দীনেশজি একজন অভিজ্ঞ রাজনিতিবীদ। এতদিন ভুল দলে ছিলেন। এখন সঠিক দলে এসেছেন।

সম্পর্কিত পোস্ট