মঙ্গলবার থেকে শুরু রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী মঙ্গলবার থেকে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা শুরু হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় বিভিন্ন জেলার ১৭০জন পড়ুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছে।

এখনও অবধি রাজ্যের প্রায় ৭০ হাজার পড়ুয়া এই কার্ডের জন্য আবেদন করেছে। তার মধ্যে থেকেই এই ১৭০জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে পড়ুয়াদের হাতে প্রথম দফায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে তার মধ্যে ৩৬জন উত্তর বঙ্গের।এছাড়া হুগলি জেলা থেকে ৩৭জন ও পূর্ব বর্ধমান জেলা থেকে ৩৩জন এই কার্ড পেতে চলেছে।

কোভিড বিধি মেনেই দর্শকশূন্য রেড রোডে চলছে স্বাধীনতা দিবস পালনের শেষ মুহুর্তের প্রস্তুতি

 নবান্ন সূত্রে জানা গিয়েছে অনান্য জেলাগুলির মধ্যে এই কার্ড পেতে চলেছেন

  • বাঁকুড়া থেকে ১৪ জন,
  • মালদহ থেকে ১১ জন,
  • কলকাতা ও দক্ষিন ২৪ পরগনা জেলা থেকে ১০জন করে,
  • উত্তর দিনাজপুর থেকে ৯ জন,
  • পূর্ব মেদিনীপুর থেকে ৮ জন,
  • পশ্চিম বর্ধমান ও হাওড়া থেকে ৬ জন করে,
  • কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ও আলিপুরদুয়ার থেকে ৫জন করে,
  • উত্তর ২৪ পরগনা থেকে ৪ জন,
  • নদিয়া ও জলপাইগুড়ি থেকে ৩জন করে,
  • দার্জিলিং থেকে ২ জন
  • কালিম্পং থেকে ১ জন পড়ুয়া।

এই কার্ডের মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষা এবং বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর জন্য সহজ শর্তে ঋণ পাবেন।

সম্পর্কিত পোস্ট