সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙুল, একসঙ্গে লাইনে ৭০ জন, চলছে টিকিট বাতিল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতীয় রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। কিন্তু ভিড় এড়ানো গেল না রেলস্টেশনে।
ভারতীয় রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত যাত্রী বহনকারী ট্রেন বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কঃ পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু মালদায়
কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেল স্টেশনে সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে টিকিট বাতিল করার কাজ।
যেখানে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে জমায়েত করবেন না, সেখানে ৫০ থেকে ৭০ জন যাত্রী একই লাইনে দাঁড়িয়ে। চলছে ট্রেনের টিকিট বাতিল করার কাজ।
পাশেই চলছে ভিন রাজ্য থেকে আসার রেল যাত্রীদের Covid19 পরীক্ষার কাজ।