Dol Utsab 2022 : দোল এবং হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে ছাড়, করোনা রোগী মুক্ত বেলেঘাটা ID
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার দোল ( Dol Utsab 2022 ) এবং হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে একদিনের ছাড় দিয়েছে।
দোলযাত্রার আগের দিন অর্থাৎ ১৭ মার্চ হোলির দহন উৎসব পালন করার জন্য মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত লোক ও যানবাহন চলাচলে জারি নিষেধাজ্ঞা থাকছে না বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Westbengal Assembly : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক দল
উল্লেখ্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখনো রাজ্যে ওই নৈশ বিধি-নিষেধ জারি রয়েছে।
Dol Utsab 2022 – করোনা রোগী মুক্ত বেলেঘাটা ID
বুধবার রাজ্যের কোভিড গ্রাফ খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তা ফের সামান্য নামল। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ৯৮। তবে মৃত্যুর হার বেড়েছে।
একদিনে রাজ্যে করোনার বলি ২ জন। এদিকে, সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় হোলির দিন কোভিডবিধিতে ছাড় দিয়েছে রাজ্য সরকার। আগামী ১৭ তারিখ নাইট কারফিউ অর্থাৎ রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে না।
১৭মার্চ, ২০২০-র পর বেলেঘাটা আইডি হাসপাতালে বৃহস্পতিবার প্রথম কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি নেই। গোটা দেশের পাশাপাশি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্যও।