কলকাতা ঘুরিয়ে দেখাবে ডবল ডেকার বাস, ২৩ তারিখ থেকে শুরু বুকিং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লন্ডনের দোতলা বাসের আদলে কলকাতায় চালু হয়েছে ডবলডেকার বাস। সেইসঙ্গে গঙ্গায় জলপথে দর্শনীয় স্থান ভ্রমণের জন্য চালু হল হাউস বোট।

মঙ্গলবার নবান্নের সামনে থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন এই হুডখোলা ডবলডেকার ‘‌কলকাতা কানেক্ট ২০২০’‌। এই ধরনের ২টো বাস চলবে।

পুজোর সময়ে কলকাতা পরিদর্শনের জন্য সাজানো ট্রামও চলবে বলে মুখ্যমন্ত্রী জানান। বলেন, ‘‌পুজোর সময়ে কলকাতার ঐতিহ্যবাহী জায়গাগুলো বাসযাত্রীদের ঘুরিয়ে দেখানো হবে। লোকশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাত্রীদের মনোরঞ্জন করবেন।’‌

মুখ্যমন্ত্রী বলেছেন, দর্শনীয় স্থানের তালিকায় রাখতে হবে নবান্ন, দ্বিতীয় হুগলি সেতু, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানাও। হুডখোলা রাখা হয়েছে সুন্দর দেখতে লাগবে বলেই। পর্যটন দপ্তরের এই উদ্যোগ দর্শকরা পছন্দ করলে আরও নতুন নতুন জায়গা ঘোরানোর ব্যবস্থা করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পর্যটন রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি বীরেন্দ্র, কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা।

২৩ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ পর্যটন নিগমের ওয়েবসাইটের মাধ্যমে আসন সংগ্রহ করা যাবে। ১৪ থেকে ২২ অক্টোবর বাসদুটিকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘোরানো হবে, যাতে মানুষ জানতে পারেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/why-state-government-pay-cash-for-durgapujo-commitee/

বাংলার বিভিন্ন জেলার লোকশিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করবেন। পর্যটন দপ্তরের সিদ্ধান্ত, যাত্রীদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জনস চার্চ, ওল্ড কারেন্সি বিল্ডিং, জিপিও, গ্রেট ইস্টার্ন হোটেল, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেন, লালদিঘি, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট–সহ বিভিন্ন জায়গা দেখানো হবে।

প্রথম বাসটিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা এবং দ্বিতীয় বাসটিতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত ঘোরানো হবে।

প্রতি বছরের মতো এবারও পর্যটন দপ্তর পুজো দেখানোর ব্যবস্থা করেছে। তবে খুব ছোট করে। জেলায় সুরলের রাজবাড়ির মতো বিখ্যাত রাজবাড়ির পুজো দেখানো এবং প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা এবার বাতিল করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে প্রোটোকল মেনে এগুলি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী অর্থাৎ ২০, ২১ এবং ২২ অক্টোবর প্রতিমা দর্শন করানো হবে। এই পরিক্রমার নাম ‘‌উদ্বোধনী’‌।

পর্যটন নিগম ৩টে বাসে ২৩, ২৪ এবং ২৫ অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রতিমা দেখাবে। উত্তর কলকাতার পরিক্রমার নাম দেওয়া হয়েছে ‘‌উত্তরা’‌, দক্ষিণ কলকাতার ‘‌দক্ষিণী’‌।

সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ঘোরানো হবে। মাথাপিছু ২২০০ টাকা নেওয়া হবে। প্রাতরাশ, মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে।

কোভিড–১৯ মোকাবিলার সমস্ত নিয়মবিধি মেনে চলা হবে। পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে।

সম্পর্কিত পোস্ট