করোনা সংক্রমনের কারণে বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরীর কাজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউন পর্বে দীর্ঘদিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ। তবে আনলক পর্ব শুরু হতেই ফের কাজ শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
সে সময় বলা হয়েছিল কভিড প্রটোকল মেনে কাজ চলছে সেখানে। কিন্তু এবার এই কাজের ইনচার্জ-সহ ১৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়ায়, বন্ধ করে দিতে হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ।
আর এই কারণেই ফের আপাতত টানেল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিধায়কের পরিবারের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করছেন নাড্ডা: ডেরেক
সূত্রের খবর অনুযায়ী, আক্রান্ত হয়েছেন টানেল তৈরির ইনটার্জ। আরও বেশ কয়েকজন কর্মীও আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বাকি কর্মীদের করোনা সংক্রমণ সময় হয়েছে কিনা জানার জন্য সোয়াব টেস্ট করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, টানেল তৈরির কাজে যুক্ত প্রায় ১৫০ জনের করোনা টেস্ট করানো হয়। এঁদের মধ্যে ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
কয়েক জনের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে সকলের রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে টানেল তৈরি কাজ।