Kolkata school cleaning: ডেঙ্গু, ম্যালেরিয়ার কথা মাথায় রেখে স্কুল সাফাইয়ের নির্দেশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা অতিমারীর প্রকোপ নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার মশাবাহিত রোগ প্রতিরোধে গতি আনার উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন পরে চালু হওয়া স্কুল-কলেজ ক্যাম্পাসে জমা জল এবং আবর্জনা থেকে রোগ জীবাণুবাহি মশার বংশ বিস্তার ঠেকাতে পুর ও নগরোন্নয়ন দফতর স্কুল শিক্ষা দফতরকে ব্যবস্থা নিতে বলেছে। স্কুলশিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে স্কুলে জমা জল, বন্ধ হয়ে যাওয়া নিকাশি নালা এবং জমে থাকা আবর্জনার স্তূপ রয়েছে।
Russia-Ukraine war : যুদ্ধাস্ত্রের পর এবার ন্যাটোর কাছে খাবার ও জ্বালানি সাহায্য চাইল ইউক্রেন
সেগুলি নিয়ে আশু ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক তো বটেই, বেশ কিছু মাধ্যমিক স্কুলেও এই অবস্থা রয়েছে বলে পুর ও নগরোন্নয়ন দফতরের সমীক্ষায় উঠে এসেছে। নগরোন্নয়ন দফতরের চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে স্কুল শিক্ষা দফতর। স্কুল পরিদর্শকদের স্কুল চত্বরকে আবর্জনা মুক্ত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমা জলের সমস্যা যাতে কোথাও না থাকে সেটাও দেখতে বলা হয়েছে।
জমা জল, আবর্জনা ও বদ্ধ নিকাশি নালা থেকে স্কুলগুলিকে মুক্ত করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে কাজ করার পরামর্শ দিয়েছে স্কুল শিক্ষা দফত। সামনেই বর্ষা আসছে। এই সময় জমা জলের সমস্যা ব্যাপক আকার ধারণ করে। সেই বিষয়টি মাথায় রেখেই বর্ষার আগে সবকিছু ঠিক করে ফেলতে চাইছে সরকার। একইসঙ্গে নিয়মিত ভিত্তিতে স্কুল প্রাঙ্গণ জীবাণুমুক্ত করার কাজও করতে হবে।
এই বিষয়ে দফতরের আধিকারিকদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে বলে স্পষ্ট জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। এই নিয়ে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় চত্বরে মশা দমন অভিযান চালানোর জন্য চিঠি দেওয়াও হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে।