আর্মি পাবলিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন টেট অনুত্তীর্ণ প্রার্থীরাও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারা দেশ জুড়ে চলছে আনলক ৫ । ধীরে ধীরে স্বাভাবিকের পথে সব কিছু। খুলছে বন্ধ থাকা অনেক সার্ভিস সেক্টর, স্কুল, প্রেক্ষাগৃহ। এর মধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি পাবলিক স্কুল।

সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ন হননি তারাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে।

দেশের প্রায় ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলে ৮০০০ জন প্রার্থীদের জন্য নিয়োগ ব্যবস্থা করা হয়েছে। পিজিটি, টিজিটি পদের আবেদনের জন্য ২০ অক্টোবরের মধ্যেই প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্কুলে শূন্য পদের সংখ্যা সেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/indications-of-the-breakdown-of-the-gerua-camp-ministers-and-mlas-on-the-outskirts-of-delhi-have-leveled-allegations-against-biplobdev/

জানানো হয়েছে এই রেজিস্ট্রেশন চলবে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। প্রার্থীদের ৪ নভেম্বর থেকে অ্যাডমিট দেওয়া হবে।

জানানো হয়েছে অনলাইনে ২১ এবং ২২ নভেম্বর পরীক্ষা হবে। সম্ভাব্য ২ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। প্রার্থীদের বয়স ৪০ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীদের awesindia.com এই ওয়েবসাইটে ফলো করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ক্লিক করুন।

সম্পর্কিত পোস্ট