বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তরপ্রদেশ থেকে টিকিট ৮ বিজেপি সদস্যের
ফাঁকা মাঠে গোল দিয়ে রাজ্যসভায় ক্ষমতা বাড়ালো বিজেপি। উত্তরপ্রদেশ থেকে বিজেপির ৮ জন প্রার্থী সরাসরি পেলেন রাজ্যসভার টিকিট। একটি করে আসনে নির্বাচিত হল সপা এবং বসপা।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিদ্বন্দ্বী কেউ নেই। ফাঁকা মাঠে গোল দিয়ে রাজ্যসভায় ক্ষমতা বাড়ালো বিজেপি। উত্তরপ্রদেশ থেকে বিজেপির ৮ জন প্রার্থী সরাসরি পেলেন রাজ্যসভার টিকিট। একটি করে আসনে নির্বাচিত হল সপা এবং বসপা।
সোমবার মনোনয়ন পত্র তুলে নেওয়ার শেষ দিন ছিল। নির্বাচন হওয়ার কথা ছিল ৯ নভেম্বর। কিন্তু তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হল ১০ জনের। বিজেপির টিকিটে জয়ী হন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, সাধারণ সম্পাদক অর্জুন সিং, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, গীতা শাক্য, প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের পুত্র নীরাজ শেখর, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী হরিদ্বার দুবে, বিএল বর্মা এবং সীমা দ্বীবেদী।
সমাজবাদী পার্টির হয়ে জয়লাভ করলেন অধ্যাপক রামগোপাল যাদব এং বহুজন সমাজবাদী পার্টির হয়ে জয়লাভ করেন রামজি গৌতম।
উত্তরপ্রদেশ থেকে ১০ জন রাজ্যসভার সদস্যের দৌড়ে ছিলেন এসপি সমর্থিত প্রকাশ বাজাজ। নির্দল প্রার্থী রামজি গৌতমের সঙ্গে লড়াই শুরু হয়। কিন্তু মনোনয়ন পত্রে গাফিলতি থাকায় তা বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে বিজেপি নতুন করে কোনও সদস্য না রাখায় লড়াই অনেকটা সোজা হয়েহে বিপক্ষের জন্যেও।