Enforcement Directorate : এবার ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ – ভুয়ো কৃষকের অ্যাকাউন্টে টাকা , বিস্ফোরক তথ্য প্রকাশ ইডি-র
ভুয়ো কৃষকের অ্যাকাউন্টে টাকা
The Quiry : ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গরিব কৃষকদের অ্যাকাউন্টের বদলে ওই টাকা গিয়েছে ভুয়ো চাষিদের অ্যাকাউন্টে। কৃষক সাজিয়ে অন্তত ৫০ জনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হত বলে দাবি ইডি-র (Enforcement Directorate)। ঠিক কীভাবে হল দুর্নীতি ? ইডি জানাচ্ছে, ‘ওয়েস্ট বেঙ্গল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন’ নামে ওই সরকারি সংস্থা ছিল কৃষকদের কাছ থেকে ধান কেনার দায়িত্বে।
ঐ সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টর ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ন্যুনতম সহায়ক মূল্যে ধান কিনে নেওয়ার ভার ছিল এদের ওপর। কিন্তু ভুয়ো কৃষকের অ্যাকাউন্টে চলে যেত ওই সংস্থার মাধ্যমেই ? এমনটাই দাবি ইডি-র। চার্জশিট পেশ হওয়ার পর সামনে এল তেমনই কিছু তথ্য। ১০০ কোটির দুর্নীতির কথা আগেই বলা হয়েছিল। এবার আরও বিস্ফোরক তথ্য সামনে আনল কেন্দ্রীয় সংস্থা ইডি।
আরও খবর- Indian Railways : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
Enforcement Directorate : এবার ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ – ভুয়ো কৃষকের অ্যাকাউন্টে টাকা , বিস্ফোরক তথ্য প্রকাশ ইডি-র
রেশন দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর ৬০ দিনের মাথায় জমা পড়েছে এই চার্জশিট। সেখানে বালুর বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে , তাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী আরও চাপে পড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, ডিরেক্টর না জানলে কি এত বড় দুর্নীতি আদৌ হওয়া সম্ভব।