তমোনাশের মৃত্যু নিয়েও রাজনীতি দিলীপের, নিন্দা পার্থর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মৃত্যুতেও রাজনীতি বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে তোলপার রাজনৈতিক মহল।

বুধবার করোনায় মৃত্যু হয়েছে ফলতার বিধায়ক তথা দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষের। বাংলার রাজনীতি এর আগে কোনওদিন দেখা যায়নি কোনও বিধায়ক মারা গেলে বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাবসান ঘটলে তা নিয়ে বিরোধী শিবির তাই নিয়ে শাসক শিবিরেরকে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে।

কিন্তু এদিন সেই শ্রদ্ধাটুকুও দেখা গেল না বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মধ্যে। বরং এই ঘটনাতেও সরকারকে বিঁধে এই নিয়ে রাজনীতি করার চেষ্টা করলেন তিনি। দিলীপ ঘোষের এই আক্রমণকে রাজনৈতিক অসৌজন্য হিসাবেই দেখছ তৃণমূল।তাঁর ভূংইকার কড়া নিন্দা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।।

এদিন নবান্নে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে রাজ্য বিজেপির সভাপতি সাংবাদিকদের জানান, ‘তমোনাশ ঘোষের মৃত্যু দুর্ভাগ্যজনক৷ ১ মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। সরকার ভিআইপিদেরও চিকিৎসার সুব্যবস্থা করতে পারছে না। এটা ব্যর্থতা। শাসকদলের বিধায়ক ও সাংসদরা আক্রান্ত হচ্ছে।

মিটার রিডিংয়ের চাকরির নামে ভুয়ো দালালচক্র, সতর্ক করলেন বিদ্যু‍ৎমন্ত্রী

‘ তিনি এও বলেন, শাসক দলের বিধায়ককে বাঁচাতে পারছে না এই সরকার বাংলার মানুষকে কি বাঁচাবে? মৃত্যুর মতো ঘটনায় এই রাজনৈতিক আক্রমণের কী কোনও প্রয়োজন ছিল!

মৃত্যুর জেরে দুঃখপ্রকাশ তো দূরের কথা, উল্টে কদর্য আক্রমণ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। তবে মুখ বুজে দিলীপের এই কদর্যতা মেনে নেয়নি তৃণমূল। সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এদিন দিলীপবাবুর কটাক্ষের যোগ্য জবাব দিতে গিয়ে পার্থবাবু কিন্তু সাংবাদিক ডেকে আক্রমণ শানেননি। শোকের পরিবেশ নিঃশব্দে শালীনতা বজায় রেখে সোশ্যাল মিডিয়া মারফত পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতির উদ্দেশ্যে।

এদিন ট্যুইট করে পার্থবাবু লিখেছেন, ‘দিলীপবাবু আপনি কী যাবতীয় শ্রদ্ধা আর বোধগম্যতা হারিয়ে ফেলেছেন? বিজেপি রাজ্য নেতৃত্বের কাছ থেকে এ ধরনের মন্তব্য আমাকে আঘাত হেনেছে। আমরা আমাদের এক সহকর্মীকে হারালাম আর আপনি তাঁর মৃত্যু নিয়ে রাজনীতির ঘুঁটি বানিয়ে ফেললেন!’

সম্পর্কিত পোস্ট