করোনায় প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন আগেই করোনা সংক্রমিত হন তিনি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের।

আরও পড়ুনঃ মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য প্রকাশিত হওয়ায় আপত্তি নির্বাচন কমিশনের

১৯৫৩ সালে বম্বে হাইকোর্ট থেকে শুরু করেন ওকালতি।  ১৯৮৯ সালে প্রথমবার এবং ১৯৯৮ সালে দ্বিতীয়বার অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হন তিনি। ২০০২ সালে পান পদ্মবিভূষণ সম্মানও। রাষ্ট্রসংঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন তিনি।

 

পেশাগত জীবনে বাক স্বাধীনতার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তিনি। প্রকাশনা সংস্থাগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা এবং নিয়ন্ত্রণ প্রত্যাহার করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল তাঁর।

প্রাক্তন অ্যাটর্নি জেলারেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন সুপ্রিম কোর্টের কাজ শুরুতেই সোলি সোরাবজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি এন ভি রামানা।

সম্পর্কিত পোস্ট