লোকাল ট্রেন চললে সংক্রমণ বাড়বে না তো ? চিন্তায় বিশেষজ্ঞরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ৩৮ দিনের নিরিখে দৈনিক সংক্রমণে সারা বিশ্বের মধ্যে প্রথম ভারত। প্রতিদিন প্রায় ৯৫ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের আশেপাশে। এই আবহে লোকাল ট্রেন চালানো কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠছে।
সোমবার থেকে মেট্রো রেলের দরজা সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে। এই অবস্থায় সবাই জানতে চাইছে কবে চলবে লোকাল ট্রেন?
রেলের অধিকারিক থেকে সরকার চাইছে পুজোর আগেই সাধারণ মানুষের জন্য লোকাল রেলের দরজা খুলে দেওয়া হোক। অথচ তাঁরা আশঙ্কিত, এমনটা করলে সংক্রমণের মাত্রা বাড়বে না তো!
এরই মধ্যে প্রশ্ন উঠছে কিভাবে চালু হবে লোকাল ট্রেন? চালু হলেই বা কীভাবে মানা হবে স্বাস্থ্যবিধি? দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে লোকাল ট্রেন চালানো হিতে বিপরীত হবে না তো? এই মুহূর্তে এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ থেকে সরকারের মনে।
তবে অন্য একটা দিকও আছে। গত ছয় মাস ধরে বন্ধ ছিল লোকাল ট্রেনের চাকা। লোকাল ট্রেনের উপর জীবিকা নির্ভর করে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। বলার অপেক্ষা রাখে না, অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন তাঁরা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/this-time-patriarchy-is-closed-in-dakshineswar-to-avoid-corona-infection/
এই মুহূর্তে প্রশ্ন উঠছে এই গরিব মানুষগুলির জীবন জিবিকার কী হবে?
অবসরপ্রাপ্ত রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুর বলেন,
- শিয়ালদহ, হাওড়া এবং খড়গপুর ডিভিশনে গড়ে ২৫ লক্ষ থেকে ২৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন।
- ট্রেন চালানোর আগে, দেখতে হবে এই বিপুলসংখ্যক যাত্রীর মধ্যে প্রতিদিন গড়ে কত জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
- একই সঙ্গে দেখতে হবে কতগুলি ট্রেন চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে গেলে যাত্রী কাটছাঁট করা বাধ্যতামূলক।
- হকারদের গতিবিধিও নিয়ন্ত্রণ জরুরি। আর এমনটা না করলে সংক্রমণের মাত্রা বাড়বে।
- সব ট্রেনকে শিয়ালদহ বা হাওড়া পর্যন্ত চালানোর প্রয়োজন আছে কিনা সেটাও পর্যালোচনা করতে হবে।
- অনেক ক্ষেত্রেই দেখা যায় বিধাননগর স্টেশনে অনেক যাত্রী নেমে যান।
- সেক্ষেত্রে সেই ট্রেন বালিগঞ্জে নিয়ে যাওয়া যেতে পারে।
- কিন্তু অধিকাংশ যাত্রীই কলকাতাকেন্দ্রিক।
চিকিৎসক আমিতাভ মজুমদারের কথায়,
- মেট্রো স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা অনেক সহজ। সেই পরিকাঠামো লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে নেই।
- এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানো বিপজ্জনক হতে পাবে।
- লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্যে এক জেলা থেকে আরেক জেলায় সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
- ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
তাঁর কথায়, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সেটা পর্যালোচনা করতে হবে। সেই পর্যালোচনা জন্য পরিকাঠামো আছে কি না সেটাও দেখা প্রয়োজন।