৭ ঘন্টা বন্ধ ফেসবুক ! ব্লুমবার্গ বিলিওনেয়ার তালিকায় জুকারবার্গকে পিছনে ফেলে এগোলেন বিল গেটস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আচমকা স্তব্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এতে ব্যাপক সমস্যার সম্মুখীন হন এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। টেক বিশেষজ্ঞরা বলছেন প্রায় সাতঘন্টা বন্ধ ছিল এই তিনটি অ্যাপ। সাম্প্রতিক কালে যা নজিরবিহীন।
শুধু বিনোদন নয়, দিনে দিনে কর্মক্ষেত্রের ভরসা হয়ে ওঠা এই পরিষেবাগুলো আচমকা বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় সমস্যা। একইসঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে মার্ক জুকারবার্গেরও। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) একধাক্কায় তাঁর সম্পত্তি খুইয়ে ফেললেন ৬০০ কোটি ডলার
জুকারবার্গ জানিয়েছেন, কয়েকঘণ্টায় জুকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমে গিয়েছে সাত বিলিয়ন ডলার। ব্লমবার্গের বিলিয়নেবার ইনডেক্সের তালিকায় ৪ নম্বরে ছিলেন জুকারবার্গ। এই বিপুল ক্ষতির পর তাঁর স্থান নেমে এসেছে ৫ নম্বরে। একধাপ এগিয়ে গিয়েছেন মাইক্রোসফট কর্তা বিল গেটস।
তবে শুধু পরিষেবা বন্ধই মূল কারণ নয়। ফেসবুকের এই বিপুল ক্ষতির পিছনে রয়েছে এক হুইসলব্ললোয়ার। ফেসবুকের অনেক গোপন তথ্য সংবাদমাধ্যমের সামনে ফাঁস করে দিয়েছেন তিনি।
অ্যাপগুলি সচল হওয়ার পর ফেসবুক সংস্থার সিইও মার্ক জুকারবার্গ ফেসবুকে জানিয়েছেন, ‘ফের অনলাইন হচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার।’ তিনি লিখেছেন, ‘আমি জানি প্রিয় মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতে আপনারা আমাদের পরিষেবার কতটা নির্ভরশীল। আজকের এই ঘটনার জন্য দুঃখিত।’