সোমবার থেকেই ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরী পরিবহন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সরকারি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে আগেই । শহরের বুকে অটো পরিষেবাও চালু হয়ে গিয়েছে। তাহলে গঙ্গাবক্ষে পরিবহন এখনও বাকি ছিল।সোমবার থেকে চালু হবে ফেরি সার্ভিস। আপাতত ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চলবে ৷
তবে কয়েকদিন পরিস্থিতি দেখার পর ৬০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চালানো হতে পারে।
রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি ও রাজ্য ভূ-তল পরিবহণ নিগম কলকাতার বুকে যে সব লঞ্চ পরিষেবা দিত তার সবই আগামী ১ জুন থেকে চালু হয়ে যাচ্ছে।
তবে বেশ কিছু বিধি নিষেধও থাকছে সেখানে। এই সময় ফেরি যাত্রা করতে গেলে মানুষকে মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে। অবশ্যই পড়তে হবে গ্লাভস।
দুজন যাত্রীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। সঙ্গে রাখতে হবে স্যানিটাজার। তবেই যাত্রা করতে পারবেন তারা।
জুনের শেষে জোর বিজোর নীতি মেনেই স্কুলের পঠনপাঠন শুরু হতে পারে
পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে ফেরি পরিষেবা মিলবে প্রতি ১ ঘন্টা অন্তর। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ফেরী।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে ১ তারিখ থেকে যে সব রুটে লঞ্চ চলবে সেগুলি হল –
- হাওড়া থেকে শিপিং,
- হাওড়া থেকে ফেয়ারলি,
- ফেয়ারলি থেকে কুঠিঘাট,
- কুঠিঘাট থেকে বেলুড়,
- নুরপুর থেকে গাদিয়াড়া,
- নাজিরগঞ্জ থেকে মেটিয়াব্রুজ,
- রামকৃষ্ণপুরঘাট থেকে চাঁদপাল,
- চাঁদপাল থেকে হাওড়া
- হাওড়া থেকে বাগবাজার।
এই নয়টি রুটের মধ্যে ফেয়ারলি থেকে কুঠিঘাটের লঞ্চ রতনবাবুর ঘাট, কাশিপুর ও বাগবাজার হয়ে চলাচল করবে।
আবার চাঁদপাল ঘাট থেকে হাওড়া যাওয়ার লঞ্চ ফেয়ারলি হয়ে যাবে।
ঠিক তেমনি হাওড়া থেকে বাগবাজার যাওয়ার লঞ্চ আহিরিটোলা ও শোভাবাজার হয়ে যাবে।