উৎস খুঁজে না পেলে ছড়িয়ে পড়তে পারে কোভিড ২৬ এবং কোভিড ৩২
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড ১৯ এর উৎস কোথায়? দ্রুত এই উত্তরের খোঁজ না করতে পারলে ছড়াতে পারে কোভিড ২৬ এবং কোভিড ৩২। এমনটাই দাবী করছেন আমেরিকার দুই বিশেষজ্ঞ।
প্রাথমিক স্তরে ধারণা চিনের উহান প্রদেশের একটি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস৷ যদিও এবিষয়ে মানতে নারাজ চিন প্রশাসনম এমনকি এই তথ্যকে নাকচ করে কোনও তথ্য দেননি তিনি। ট্রাম্প সরকারের আমলে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার স্কট গটলিয়েবের দাবী করেছেন এমনটাই।
অন্য বিশেষজ্ঞ পিটার হটেজের আশঙ্কা, কোভিড ১৯ সম্পর্কে সমস্ত তথ্য না জানতে পারলে কোভিড ২৬ এবং কোভিড ৩২ মহামারির সম্মুখীন হতে পারে গোটা বিশ্ব৷
২০১৯ সালে চিনের উহান প্রদেশে প্রথম ছড়িয়ে পড়ে কোভিডের ভাইরাস। গত দেড় বছর ধরে এই ভাইরাসের সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, কোনও জন্তুর দেহ থেকে ছড়িয়ে পড়েছে ভাইরাস।
এরই মধ্যে বুধবার কোভিডের উৎস নিয়ে তদন্তের গতি বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৯০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন।