শিয়ালদা-আলিপুরদুয়ার গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদা-আলিপুরদুয়ার গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শুক্রবার সকালে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে নকশালবাড়ির অটল চা বাগানের কাছে ট্রেনের গার্ড দেখতে পান ট্রেনের একটি বাতানুকূল কামরার চাকায় জ্বলছে আগুন।
তৎক্ষণাৎ তিনি বিষয়টি চালককে জানান। চালক বিপদ বুঝতে পেরে নকশালবাড়ি এবং বাগডোগরা স্টেশনে খবর দিয়ে জরুরী পরিষেবা চান। বিপদ বুঝে চালক ট্রেনটিকে অটল চা-বাগানে থামিয়ে দেন। ট্রেনের চাকায় আগুনের খবর যাত্রীদের কানে পৌছতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
বাগডোগরা স্টেশন থেকে চালককে জানানো হয় ট্রেনটিকে এগিয়ে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসার জন্য। বাগডোগরা স্টেশনে জরুরি পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা করে রাখে রেল। মাটিগাড়া এবং শিলিগুড়ি দমকলের ইঞ্জিন থেকে শুরু করে রেলের প্রোটেকশন ফোর্স সমস্ত রকম জরুরী পরিষেবা নিয়ে অপেক্ষারত ছিল।
Corona Update- দেশ জুড়ে কমেছে আক্রান্তের সংখ্যা ,সোমবার থেকে দেওয়া হবে স্পুটনিক ভি
চালক ধীর গতিতে ট্রেন টিকে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসার পরই দ্রুততার সঙ্গে কাজ শুরু করেন দমকল কর্মীরা। তবে দমকলকর্মীরা বুঝতে পারেন চাকার ব্রেক সু তে কোন কারণে আগুন লেগে গিয়েছিল। তাতেই ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল। খুব বড় কিছু না হওয়াতে হাঁফ ছেড়ে বেঁচেছে রেল ও যাত্রীরা।
প্রায় এক ঘন্টা যাবৎ রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি টিম প্রতিটি কোচ এবং চাকা পর্যবেক্ষণ করার পর পুনরায় ট্রেনটিকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয়। বাগডোগরা রেলস্টেশন সূত্রে জানা গিয়েছে কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেলের সেফটি টিম।