নজিরবিহীন ভাবে প্রথমবার আদমশুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতি দশ বছর অন্তর সমগ্র দেশ জুড়ে জনগণনার কাজ হয়ে থাকে। সেই তথ্যের উপরে ভিত্তি করে নীতি তৈরি করে সরকার। শেষবার ভারতে জনগণনা হয়েছিল ২০১১ সালে। ২০২০ সালে সেই কাজ শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।

করোনার কারণে পিছিয়ে গিয়েছে জাতীয় আদমশুমারি অর্থাৎ জনগণনার কাজ। CAA, NRC বা NPR-কাটিয়ে নয়া উপায়ে জনগণনা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সংসদে তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, নিয়ম অনুসারে খুব শীঘ্রই সেই জনগণনার কাজ শুরু হবে বলে রাজ্যসভায় জানিয়েছেন তিনি। সংসদে তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই সমগ্র ভারত জুড়ে আদমশুমারির কাজ শুরু হবে। এই প্রথমবার জনগণনা হবে ডিজিটাল প্রক্রিয়ায়। যা কার্যত নজিরবিহীন।

উৎসবের মরশুমে কোভিডের বিধিনিষেধ পালনে রাজ্য গুলিকে সতর্কবার্তা কেন্দ্রের

এই বিষয়ে নিত্যানন্দ রাই রাজ্যসভায় জানিয়েছেন যে একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমেই যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। সেই সকল তথ্য পর্যবেক্ষণ এবং জনগণনা সম্পর্কিত যাবতীয় বিষয় পরিচালনার জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে। এভাবেই ডিজিটাল প্রক্রিয়ায় ভারতের আগামী আদমশুমারির কাজ সম্পন্ন করা

২০১৯ সালে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। তবে এখনও সেই আইন কার্যকর করা শুরু হয়নি। জল্পনা ছড়ায়, জনগণনার মাধ্যমে জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা NPR-এর কাজ করা হবে। সেই তথ্যের ভিত্তিতে পরে তৈরি করা হবে NRC বা নাগরিকপঞ্জির তালিকা। ২০২০ সালে করোনার উপদ্রব শুরু হওয়ায় সমগ্র প্রক্রিয়া ভেস্তে যায়।সেই কারণেই নয়া উপায়ে ডিজিটাল প্রক্রিয়ায় জনগণনার কাজ করতে চাইছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট