আপাতত স্থগিত বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির, জারি হচ্ছে নতুন নীতির নির্দেশিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডের জেরে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজন করার জন্য নতুন নীতির নির্দেশিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতি নির্দেশিকা তৈরীর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। ওই নীতি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে বসছে স্বাস্থ্য দফতরের কর্তারা। তাই সোমবার বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত বেসরকারি টিকাকরণ ক্যাম্প। শুধুমাত্র সরকারি ও বেসরকারি হাসপাতালে এদিন দেওয়া হচ্ছে টিকা। ফলে বহু জায়গায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।  ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, করোনা ভ্যাকসিনেশন সেন্টারগুলি রাজ্য সরকারের হোক বা বেসরকারিভাবে চালানো হোক, সমস্ত টিকা কেন্দ্রগুলিকেই প্রশাসন অনুমোদিত হতে হবে।

সোমবার রাতে ইউরোতে যাত্রাশেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পোর্তুগালের

টিকা কেন্দ্রগুলিকে অনুমোদিত সিভিসি নম্বর ও এবং বাধ্যতামূলকভাবে ‘cowin’ সফটওয়্যার ব্যবহার করতে হবে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যে ভ্যাকসিনগুলি সাধারণ মানুষকে দেওয়া হবে, সেগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপায়েরি লিখতে হবে।

ইতিমধ্যেই নবান্নের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সব মিউনিসিপ্যালিটি গুলিকে যাতে এ বিষয়ে দ্রুত সতর্ক করা হয়। অর্থাৎ, দেবাঞ্জন কাণ্ডের পর সরকারি হোক বা বেসরকারি উদ্যোগ, সকলকেই টিকা দেওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রটোকল মানতে হবে, তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট