WB Assembly Election 2021: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেলা যতই গড়াচ্ছে ততই হিংসার খবর জারি রয়েছে শীতলকুচিতে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নেমে গুলি চালাতে হল কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনায় মৃত ৪। এমনটাই অভিযোগ উঠে আসছে বারবার।
অভিযোগ, কোচবিহারের শীতলকুচির জোরপাটকি এলাকায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এখনও অবধি ৪ জনের মৃত্যু খবর সামনে আসছে। ৪ জনেই তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই চারজনের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের দাবী, সকাল সাড়ে দশটা নাগাদ গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও অবধি চারজনের মৃত্যুর খবর উঠে আসছে। আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
বিজেপির দালালি করছে সিআরপিএফ। অভিযোগ তৃণমূলের। পরিবারের তরফে দাবী করা হয়েছে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাল্টা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে একাধিক জায়গায় অশান্তকর পরিস্থিতি গড়ে উঠেছে। যার ফলেই এই ঘটনা ঘটেছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।