ম্যানহোলে কাজ করতে গিয়ে তলিয়ে যান চার শ্রমিক, হাসাপাতালেই মৃত্যু হয়েছে তাদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ম্যানহোল পরিষ্কার করতে গেলে তলিয়ে যান চার কর্মী। বহু চেষ্টার পর তাঁদেরকে উদ্ধার করা হয়। এর মধ্যে দুই জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তাদের।

বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ ঘটিনাটি ঘটেছে কুঁদঘাট এলাকার নেতাজী মেট্রো স্টেশনের কাছে। বাকি দুই জনকে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সূত্রের খবর, এদিন পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য ম্যানহোল পরিষ্কার করতে নামেন চার সাফাইকর্মী। কাদা এবং পলি জমা পড়ে আটকে যান তাঁরা। অনেকক্ষণ আটকে থাকার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। প্রায় দুঘন্টা পর তাদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়।

“নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো আমার করা, উনি শুধু ফিতে কাটলেন”- মোদীকে কটাক্ষ মমতার

খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারের কাজ। বেশ কিছু সময় পর খোঁজ মেলে চার শ্রমিকের। ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের তরফে মৃত শ্রমিকদের পরিবার পিছু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাকি সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট