দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১,৫২,৮৭৯ জন। মৃত ৮৩৯ জন। সব মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। মোট মৃতের সংখ্যা ১,৬৯,০০০ এর কাছাকাছি।

করোনা মোকাবিলায় রবিবার থেকে চারদিন ‘টিকা উৎসব’ পালনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী আগের থেকে টিকা প্রয়োগের সংখ্যা কমেছে। এখনও অবধি দেশে করোনার টিকা পেয়েছেন ১০ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার ১৪৭জন।

আরও পড়ুনঃ কোচবিহারে ৩ দিন যেতে বাধা দিলেও চার দিনের মাথায় যাবেন বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫,৪১১ জন। মৃত ৩০৯ জন। কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৯৪ জন। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৬৯৫৫ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৯৭ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১২ হাজারের অধিক। ছত্তিসগড়ে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,০৯৮ জন। ছত্তিসগড়ে মৃত ১২৩ জন।

ভোটের মরশুমে করোনা আক্রান্ত হয়েছেন ৪,০৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। একাধিক রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে। সপ্তাহান্তে বেশ কিছু রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। তবে এরই মধ্যে করোনা ভ্যাকসিনের সংখ্যায় টান পড়ায় উদ্বেগ আগের থেকে বেড়েছে।

সম্পর্কিত পোস্ট