ডিম সেদ্ধ থেকে নাচ – অবিকল মানুষের মত সব কাজ – চমকে দেবে টেসলার রোবোট

ডিম সেদ্ধ করে খাওয়াবে , প্রয়োজনে নাচও করবে। ভাবছেন কাজগুলি মানুষ করবে ? তাহলে আপনার ধারণাটা একেবারেই ভুল।

এই কাজগুলি করবে একটা রোবট। চমকে গেলেন তো ? মানুষকে পিছনে ফেলবে টেসলার এই রোবট। টেসলা অপটিমাস রোবট নিয়ে কাজ করছে , যা AI এর সাহায্যে উন্নত করা হচ্ছে। এর আগে কোম্পানি অপটিমাস রোবটের প্রথম সংস্করণ শেয়ার করেছিল।

টেসলা রোবটটির ওজন 10 কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি 30% দ্রুত রয়েছে। এই রোবটের হাতে সেন্সর রয়েছে, যা যে কোনও সূক্ষ্ম জিনিসকে অনুভব করতে পারে। আর যে কোনও জিনিসকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়।

কোম্পানির মতে, এই টেসলা রোবটটি এখন আরও ভাল ফুট ফোর্স, টর্ক সেন্সিং এবং আর্টিকুলেটেড টো সেকশন দিয়ে তৈরি করা হয়েছে। এর আগে রোবটের পুরনো সংস্করণে অপটিমাসকে যোগব্যায়াম করতে দেখা গিয়েছিল।

নতুন Optimus Gen 2 কতটা উন্নত হয়েছে, তা ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন। এখন কোম্পানির অপটিমাস বোরট ডিম সেদ্ধ করা থেকে শুরু করে, নাচ, স্কোয়াট ইত্যাদি অনেক কাজ সহজেই করতে পারে।

সম্পর্কিত পোস্ট