Resumption of International Flights: উদ্বেগ ছড়াচ্ছে Omicron, ফের স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিডের নতুন রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। Omicron এর কারণে, ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত স্থগিত করতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই সিদ্ধান্তটি আবার ভেবে দেখার আর্জি জানিয়েছিলেন।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর আন্তর্জাতিক যাত্রী পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার আধিকারিকদের করোনা ভাইরাসের নতুন রূপ B 1.1.529 বা Omicron-এর কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিমান সংক্রান্ত পরিকল্পনা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। কোভিড-১৯ এবং টিকা সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে আয়োজিত উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত ৬ যাত্রী করোনা পজেটিভ, চরম আতঙ্ক মহারাষ্ট্রে
একইসঙ্গে প্রধানমন্ত্রী বিদেশ থেকে আগত যাত্রীদের RT-pcr এবং ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগত যাত্রীদের প্রতি কড়া দৃষ্টি রাখার পরামর্শ দেন। নির্দেশিকা গুলির উপর ভিত্তি করে কোভিড পরীক্ষা করার কথাও বলেছিলেন তিনি।
প্রসঙ্গত ২০২০ সালের মার্চ মাস থেকে এদেশে বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা। চলতি বছরের নভেম্বরে কেন্দ্রের তরফে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওমিক্রন দক্ষিণ আফ্রিকার ধরা পড়ার পর থেকেই সতর্ক হতে শুরু করে দিয়েছে ভারত।
ইতিমধ্যেই মহারাষ্ট্রে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত ৬ ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। মুম্বাইয়ের এই ঘটনায় আতঙ্কিত গোটা দেশ।