Gita path : লক্ষ কন্ঠে গীতা পাঠ – ১৪৮ ফুটের মঞ্চে গীতা পাঠ করবেন প্রধানমন্ত্রী , এলাহি ব্যবস্থাপনায় সাজছে ব্রিগেড
এবার ব্রিগেডে সনাতন ধর্মের অনুষ্ঠান
The Quiry : এবার ব্রিগেডে সনাতন ধর্মের অনুষ্ঠান – লক্ষ কন্ঠে গীতা পাঠ (Gita path)। আগামী ২৪ ডিসেম্বর ওই অনুষ্ঠানের আয়োজন করেছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের মতো একাধিক সংগঠন। সেই সমাবেশে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে আর মাত্র ৫ দিন , সেজে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
মূল মঞ্চের ডান দিকে থাকবে আরও একটি ছোট মঞ্চ। সেখানে গান হবে। অর্থাৎ মোট তিনটি মঞ্চ হবে। পুরো ব্রিগেড চারদিকে ঘিরে দেওয়া হচ্ছে। ব্রিগেড মাঠে প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে মঞ্চে প্রবেশ করবেন সেটি ৩৫ ফুট দীর্ঘ। মূল মঞ্চ ৯৬ ফুট চওড়া এবং ৪০ ফুট লম্বা। সব মিলিয়ে পুরো মঞ্চ হবে ১৪৮ ফুটের। মূল মঞ্চের পিছন দিকে থাকবে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অফিস।
মূল মঞ্চের কাছে থাকবে চারটি সংরক্ষিত এলাকা। সাধু-সন্ত ও পড়ুয়ারা প্রায় ১৪৫৮ জন করে থাকবেন প্রত্যেক ভাগে। ভিআইপি এবং স্পনসর থাকবেন প্রায় ১১৩৪ জন। মূল মঞ্চের বাঁ দিকে আরেকটি মঞ্চ থাকবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত সাধুদের সঙ্গে বসে আহার করবেন। সেই মঞ্চ হবে ৮২ ফুট লম্বা, ১০০ ফুট চওড়া।
আরও খবর- Jagannath Temple : খুলছে জগন্নাথ করিডোর , জানুয়ারিতে নয়া রূপে পুরীর জগন্নাথ মন্দির
Gita path : লক্ষ কন্ঠে গীতা পাঠ – ১৪৮ ফুটের মঞ্চে গীতা পাঠ করবেন প্রধানমন্ত্রী, এলাহি ব্যবস্থাপনায় সাজছে ব্রিগেড
উল্লেখ্য , আগের দিন যাঁরা পৌঁছবেন তাঁদের বিভিন্ন মঠ, মন্দির ও ব্রিগেডে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এই আয়োজনের জন্য প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। সবাইকে নিয়ে যাওয়ার জন্য থাকবে ২৫০টি বাস ও লরি। ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে।