প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন, আন্তর্জাতিক নারী দিবস মোদিকে আক্রমণ মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের মোদি সরকারকে তাঁর চ্যালেঞ্জ, সাধারণ মানুষকে গ্যাস (মিথ্যে প্রতিশ্রুতি) না দিয়ে, বিনামূল্যে গ্যাস(সিলিন্ডার) দিয়ে দেখাক ৷
সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই মিছিলের শেষে সভা হয় ৷ ওই সভা থেকেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তৃণমূল নেত্রীর কথায়, মোদিবাবু ও শাহবাবু বারবার আসছেন ৷ সিন্ডিকেটের দু’জন নেতা ৷ বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলে ৷ কোনও দেশের প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে দেখিনি ৷
এদিন রবিবার ব্রিগেডে বিজেপির সভা নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো ৷ বিজেপির ব্রিগেডকে ‘বি-গ্রেড’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভা থেকে মোদি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বলেই কটাক্ষ করেন তিনি ৷ পাশাপাশি মজা করে জানান, বিজেপি নির্বাচন এলেই গ্যাস (মিথ্যা) দেয় ৷
নারীরাই সমাজের ভিত্তি, আন্তর্জাতিক নারী দিবসে ট্যুইট মমতার
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বাংলার নারী সুরক্ষা নিয়ে মিথ্যে অপবাদ দিচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ।নারীদিবসের মঞ্চ থেকেই তাই মোদি সরকারকে একহাত নেন তিনি। বাংলার নারী সুরক্ষার সঙ্গে তুলনা টেনে গুজরাটের অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট গরম বাংলায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে অন্যতম ইস্যু হচ্ছে নারী সুরক্ষা। এরাজ্যে সুরক্ষিত নন নারীরা, বার বার দাবি তুলেছে বিজেপি। নারী দিবসের মঞ্চে নেত্রীর সেই প্রসঙ্গই উল্লেখ করে এদিন মমতা বলেন, ‘বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় বলছে! তাহলে কোথায় সুরক্ষিত! বাংলাতে এসে শুধু মিথ্যে কথাই বলেন মোদি।
বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত। তাঁরা চাকরি করে, সংসার করে, রাত ১০-১১টায় যেখানে খুশি যেতে পারে।’ এখানেই শেষ নয়, পরিসংখ্যান তুলে ধরে নেত্রীর দাবি, ‘মহিলাদের উপর অত্যাচারে এগিয়ে মোদির মডেল রাজ্য গুজরাট। ক্রাইম রেকর্ড বলছে ধর্ষণের শীর্ষে আমেদাবাদ আর যোগী রাজ্য উত্তরপ্রদেশ।এই পরিসংখ্যান নিয়ে আবার বড়বড় কথা।’
রাজনৈতিক দ্বিচারিতায় দিশেহারা আমজনতা, খোঁজ চলছে স্থায়ী সদস্যদের
ভ্যাকসিনে প্রধানমন্ত্রীর ছবিকে ইস্যু করেও এদিন প্রবল আক্রমণ শানান নেত্রী। বলেন, ‘কোভিড ভ্যাকসিনে নিজের মুখ। পেট্রোল পাম্পে নিজের মুখ। নিজের নামে স্টেডিয়ামে। ইসরোতেও নিজের ছবি পাঠিয়েছেন। পারলে উনি দেশের নামটাও বদলে দেন’