Sandeshkhali : ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে বন্দুক থাকে না ?’ , সন্দেশখালি ঘটনায় প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সন্দেশখালি ঘটনায় প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

The Quiry : Sandeshkhali সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে শুক্রবার তল্লাশি অভিযানকে কেন্দ্র করে সাতসকালে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। শাহজাহান অনুগামীদের হাতে মার খেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ইডির আধিকারিক এমনকী সংবাদ মাধ্যমের কর্মীরাও। আক্রান্তদের বেশ কয়েকজনের মাথাও ফেটে গিয়েছে। এলাকা ছেড়ে কোনওমতে পালিয়ে বাঁচেন তারা।

ইডি আধিকারিকদের রক্তাক্ত করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, ‘তোমরা কী করছো ? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে বন্দুক থাকে না ? গুলি চালাতে পারো না ? পরিস্থিতি সামলানো না গেলে সন্দেশখালিতে আরও ফোর্স পাঠাও ? ২ জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠাও। এই ঘটনা কখনওই মেনে নেওয়া যায় না।’

এর আগে সন্দেশখালিতে ইডি আধিকারিক এবং সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার ঘটনার সংবাদ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন, বাংলার রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তদন্তকারীরা যদি অকুস্থলে মার খান, তবে তদন্ত হবে কীভাবে ? এই প্রশ্নই তোলেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে বাংলার রাজনৈতিক মহল।

Sandeshkhali : ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে বন্দুক থাকে না ?’ , সন্দেশখালি ঘটনায় প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আরও খবর- Chief Minister : বাংলার শাড়ির জি আই ট্যাও প্রাপ্তি , উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন

উল্লেখ্য, রাজ্যে একগুচ্ছ দুর্নীতির প্রেক্ষাপটে তদন্ত চালিয়ে যাচ্ছি সিবিআই ও ইডি। এর আগে তদন্তের স্বার্থে একাধিক হেভিওয়েটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এই দুই এজেন্সি। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তালিকায় রয়েছেন আরও একাধিক হেভিওয়েট। রেশন দুর্নীতি মামলায় শুক্রবারও রাজ্যের বারটি জায়গায় অভিযান চালায় ইডি এবং সিবিআই। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালিতে।

সম্পর্কিত পোস্ট