বিশ্বজুড়ে ব্যহত গুগল, জিমেইল ও ইউটিউবের পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা বিশ্বজুড়ে কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইউটিউব, গুগল ও জিমেলের পরিষেবা ব্যহত। ডাউন ডিরেক্টর সূত্রে জানা যাচ্ছে সোমবার সকাল ১১.৩০ মিনিট থেকে এই সমস্যা শুরু হয়েছে। তবে দুপুরের পর থেকে এই জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুলির পরিষেবা সম্পূর্ণভাবে ব্যহত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিতে পারেনি গুগল।
জিমেইল ব্যবহারকারীরা জানাচ্ছেন সকাল থেকেই কোনো নতুন মেল এলেও সেটি খোলা সম্ভব হয়নি। একই সমস্যা হয়েছে ইউটিউবের ক্ষেত্রেও। গুগল সার্চ ইঞ্জিনে কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে সেটাতেও সক্ষম হননি ব্যবহারকারীরা।
ইউটিউবের সমস্যা নিয়ে সোচ্চার হওয়া ব্যবহারকারীদের ১০০ শতাংশের মধ্যে ৫৪ শতাংশ জানাচ্ছেন তারা কোনো ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলতেই পারছেন না। ৪২ শতাংশ জানাচ্ছেন তারা ভিডিও দেখতে পাচ্ছেন না। ৩ শতাংশ লগইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/congress-mla-abdul-mannan-met-governor-jagdeep-dhankar/
জিমেইল ব্যবহারাকীরদের ১০০ শতাংশের মধ্যে ৭৫ শতাংশ জানাচ্ছেন মেল লগ-ইন করা সম্ভব হয়নি। ১৫ শতাংশ জানাচ্ছেন, কোনো ওয়েবসাইট ব্যবহার করা যায়নি বলে।
গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগে রয়েছেন গোটা বিশ্বের মানুষ। জিমেইল, ইউটিউব ও গুগলের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
শেষ পাওয়া খবর অনুযায়ী অনেকেই জানাচ্ছেন খুব ধীর গতিতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।