রেড জোন এবং গ্রিন জোন তালিকা প্রকাশ নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় রাজ্য় সরকার ২১ মে পর্যন্ত লকডাউন জারি রাখতে চায় বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ এই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, ‘২১ মে পর্যন্ত যেমন চলছে, তেমন চলবে৷ রেড জোনে আরও বেশি কড়াকড়ি হবে৷ একটু ছাড় অরেঞ্জ ও গ্রিন জোনে৷’
শহরের কোন কোন এলাকা রেড জোন এবং গ্রিন জোন এবার সেই তালিকা প্রকাশ করল নবান্ন।
রেড জোনের তালিকায় রয়েছে ৪ টি জেলা। সেগুলি হল – কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।
গ্রিন জোনের তালিকায় রয়েছে ৮ টি জেলা। সেগুলি হল- আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরদিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম।
অরেঞ্জ জোনের তালিকায় রয়েছে ১১ টি জেলা। সেগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদীয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মূর্শিদাবাদ, মালদা।