জম্মু-কাশ্মীরের টোল প্লাজায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৪ জঙ্গি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ভোর ৫ টায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে চলে গুলির লড়াই। জম্মু-কাশ্মীরের নাগরোটা জেলার টোল প্লাজা এলাকায় পুলিশের ভ্যান লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। সেনাদের গুলিতে খতম চার জঙ্গি। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন নিরাপত্তা রক্ষীরা। চার জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য ছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ট্রাকে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে রওনা দিয়েছিল চার জনের জঙ্গিদল। টোলের কাছে যেতেই নিরাপত্তা বাহিনীর সন্দেহের কারণে ট্রাক থামানো হয়। চলে গুলিবর্ষণ। আহত হন দুই সেনা। হাসপাতালের তরফে তাঁদের স্থিতিশীল অবস্থার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে চলছে নাকা তল্লাশি।

অন্যদিকে মঙ্গলবার বিকেলে পুলওয়ামায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। আহত হন ১২ সাধারণ মানুষ। তাঁদেরকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তারপর থেকেই দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তার পরে বুধবার ভোরের ঘটনা আরও আতঙ্ক বাড়িয়েছে।

জম্মু-কাশ্মীরের পুলিশ আইজিপি মুকেশ সিং জানিয়েছেন, বাসে করে পালানোর চেষ্টা করছিল চার জনের জঙ্গি দল। ১১টি একে-৪৭, তিনটি পিস্তল, ২৯ টি গ্রেনেড সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় তাঁদের কাছ থেকে। অনুমান করা হচ্ছে, কোনও বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিদল। আরও কোনও জঙ্গি গা ঢাকা দিয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু করা হয়েছে। নিরাপত্তা কড়া বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

গতমাসেই ভারতীয় সেনার গুলিতে খতম হয় হিজবুলের অপারেশনাল কম্যান্ডার সইফ উল ইসলাম। যা জঙ্গি গোষ্ঠী গুলিকে বড়সড় ধাক্কা দেয়। চলতি বছরে ২০০ এর অধিক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে সেনা সুত্রে খবর।

সম্পর্কিত পোস্ট