জম্মু-কাশ্মীরের আসন্ন ডিডিসি নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে গুপকর জোট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরের আসন্ন জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনে লড়াই করবে গুপকর জোট। একজোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্তে ভ্রু কুঁচকেছে রাজনৈতিক মহলের।
গত বছরের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্রীয় সরকার। তারপর থেকে এই প্রথমবার নির্বাচন হতে চলেছে জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীরে পুনরায় ৩৭০ ধারা লাগু করার জন্য একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছে উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলি। যার নেতৃত্বে রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ।
শনিবার জম্মুর একাধিক এলাকা ঘুরে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য আবেদন জানান গুপকর জোটের নেতারা। এরপর ফারুক আবদুল্লাহের বাসভবনে বৈঠকের পর গুপকর জোটের মুখপাত্র এবং পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ লোন বলেন, আসন্ন নির্বাচনে একজোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সমস্ত দল। তিনি আরও বলে, নতুন আইনের কথা মাথায় রেখেই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন ফারুক আবদুল্লাহ।
পিপলস কন্সাফারেন্সের নেতা আরও বলেন, নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হয়েছে। কোনওমতেই দেশের বিভাজনকারী শক্তিকে প্রশয় দেওয়া যাবে না। সাফ জানিয়ে দেন তিনি।
গত মাসে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত আইনে কিছু পরিবর্তন এনে প্রতিটি জেলায় ১৪ টি করে কাউন্সিল গঠন করে কেন্দ্র। তারপরেই কেন্দ্রের তরফে নির্বাচনে কথা ঘোষণা করা হয়। চলতি মাসের ২৮ তারিখ থেকেই শুরু হতে চলেছে ডিডিসি নির্বাচন। আট দফায় হবে নির্বাচন। চলবে ১৯ ডিসেম্বর অবধি। নতুন আইন অনুযায়ী জম্মু-কাশ্মীরে ২৮০ টি ডিডিসি গঠন করার কথা বলা হয়েছে। যার সদস্যরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। এর মেয়াদ হবে ৫ বছর।
জম্মু-কাশ্মীরের নয়া জোটে ন্যাশনাল কনফারেন্স ছাড়াও থাকছেন পিডিপি, পিপলস কনফারেন্স, সিপি(আই)এম, আওয়ামী ন্যাশনাল কনফারেন্স এবং জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্টের নেতারা। শনিবার জম্মুতে ফারুক আবদুল্লাহের বাসভবনের বৈঠকে ছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি, ন্যশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ, সিপি(আই)এম নেতা ইউসুফ তারিগামী এবং জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মুস্তাফা মীর।
নয়া জোটের এক নেতার কথায়, জোট করে ভোটের লড়াইয়ের সিদ্ধান্ত আমাদের জন্য খুব কঠিন হবে। আমরা জানি মানুষ আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবেই। কিন্তু বিজেপিকে খোলা ময়দান ছেড়ে দেওয়া যাবে না। তাই আমাদের কাছে জোট ছাড়া কোনও উপায় নেই।
গুপকর ছাড়াও ডিডিসি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে চলেছে বিজেপি এবং কংগ্রেস। সেইসঙ্গে নির্বাচনী ময়দানে এই প্রথমবার যাত্রা শুরু করতে চলেছে আপনি পার্টি। সাম্প্রদায়িক বিদ্বেষ রুখতে ডিডিসি নির্বাচনে কংগ্রেস অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি জিএ মীর।