Hanskhali Minor Girl Death : “কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে”, বিস্ফোরক মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃহাঁসখালি কাণ্ডে ( Hanskhali Minor Girl Death ) রাজনীতির রঙ লাগানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের রাজনৈতিক পরিচয় কে বড় করে দেখানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ।
সোমবার পূর্ব কলকাতায় নতুন ভাবে সাজিয়ে তোলা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির প্রসঙ্গ উত্থাপন করেন। নির্যাতিতার পরিবারের তরফে কেন ঘটনার পাঁচ দিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন হাঁসখালির নির্যাতিতার সঙ্গে অভিযুক্তর প্রেম ঘটিত সম্পর্ক ছিল। বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরাও সেটা জানতেন।
Modi Biden virtual meet : বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি, আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু কী কী?
Hanskhali Minor Girl Death
মমতা বলেন, ‘‘আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, নাকি লভ অ্যাফেয়ার বলবেন…না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে… আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি।’’
এর পর ডিজি-র কাছে জানতে চান, তিনি ঠিক বলছেন কি না। পর ক্ষণেই মমতা মন্তব্য করেন, ‘‘মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে। অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখে। যদি কারও কোনও অভিযোগ থাকে তবে ৫ তারিখে অভিযোগ দায়ের করলেন না কেন?’’
মুখ্যমন্ত্রী এ-ও দাবি করেন, ‘‘কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ?’’তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অপরাধকারীর ( Hanskhali Minor Girl Death ) শাস্তি হবে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । কোনও রাজনৈতিক রঙ না দেখেই অপরাধকারী শাস্তি হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।