SSC মামলায় প্রাক্তন উপদেষ্টাকে CBI জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় বদল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ SSC মামলায় সিবিআইয়ের ক্ষমতা কমিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ SSC প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না CBI। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন এমনটাই নির্দেশ দেয় ।
আদালত জানিয়েছে, ইতিমধ্যে বিচারবিভাগীয় কমিটি ৫ এপ্রিল এসপি সিনহাকে ডেকেছে। তাই সিবিআই সোমবার পর্যন্ত এই মামলায় এফআইআর করতে পারবে না অথবা এসপি সিনহাকে আর ডাকতে পারবে না।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে, এই নিয়োগ দুর্নীতি(SSC) তদন্তে নেমে যে কোন প্রভাবশালী ব্যক্তিকে সিবিআই জেরা করতে পারে। তার জন্য আলাদাভাবে আদালতের থেকে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নিজাম প্যালেসে (Nizam palace) সিবিআই জেরা করেন শান্তি প্রসাদ সিনহাকে। প্রায় রাত তিনটে পর্যন্ত লাগাতার জেলা চলে।
যদিও এর আগে সিনহাকে খুঁজতে কালঘাম ছুটে যায় তদন্তকারীদের। এমনকি সন্তোষপুররে প্রাক্তন এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যের বাড়িতেও তদন্তকারীরা পৌঁছান। সেখানে তাকে পাওয়া না গেলে তারা সিনহার পরিবারের সঙ্গে কথা বলেন এমনকী সিবিআই তার পরিবারকে জানিয়ে আসে রাতের মধ্যে সিনহার হাজিরা দেওয়ার নির্দেশ।
Corona বিধি প্রত্যাহার হলেও জারি ব্যয় সংকোচের নীতি
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Avijit Ganguly) নির্দেশ দিলেন উপদেষ্টা কমিটির বাতি ৪ জন সদস্যকে কেন্দ্রীয় এজেন্সি(CBI) এদিনই জিজ্ঞাসাবাদ করবেন। সেই চারজন সদস্য হল শিক্ষামন্ত্রী ওএসডি, শিক্ষামন্ত্রী আপ্ত সহায়ক শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর এবং শিক্ষা দপ্তরের সিনিয়র ল অফিসার।
তিনি আরও বলেন এই চারজন সদস্যদের কাছ থেকে যদি কোনো প্রভাবশালী ব্যক্তিত্বর যোগ তারা পায়, তবে তাকে নির্দ্বিধায় জিজ্ঞাসাবাদ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ বহুদিনের।
অপরপক্ষে শান্তি প্রসাদ সিনহা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন। সেখানেই রায়বদল। অর্থাত CBI -র ক্ষমতা খর্ব করল আদালত।