Newtown herbal garden: নিউটাউনে ভেষজ উদ্যান পঞ্চবটি বনের উদ্বোধন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মানব সভ্যাতা সৃষ্টির সময় থেকেই গাছাপালা, ফুল-ফল, গাছের সেকড় ব্যাবহার করেই নানা রোগের চিকিৎসা হতো। পরবর্তীকালে ক্রমশ জনপ্রিয়তা পায় আয়ুর্বেদ চিকিৎসা।

Herbal park

বর্তমানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও অন্যান্য চিকিৎসা ব্যাবস্থাও  অনেকাংশেই নির্ভর করে এই গাছ গাছালির উপর। তাই ভেষজ  চিকিৎসার উপর মানুষের আগ্রহ বাড়াতে এবং অপুষ্ঠিজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের পুষ্টির যোগান দিতে, হারিয়ে যাওয়া পাখিদের ফিরিয়ে আনার মতো বিবিধ উদ্দেশ্যে কলকাতার রাজারহাট নিউটাউনে গড়ে উঠেছে পোষণ পার্ক নামে ভেষজ  উদ্যান ও পঞ্চবটি বন।

 

Sushant Singh Rajput: ফের সুশান্তের জন্য পথে অনুরাগীরা, সল্টলেকে সিবিআই দফতরের বাইরে বিক্ষোভ

বিশ্ব বনসৃজন দিবসের প্রাক্কালে, স্বেচ্ছাসেবী সংস্থা ‘নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন’ ও নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে  ‘অ্যাডাপ্টেশন অফ গ্রিন ভার্জ’ প্রকল্পের অন্তর্গত দুটি গ্রিন ভার্জ বা আয়ুর্বেদিক উদ্যানের উদ্বোধন করেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান এবং হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হিডকোর এমডি বলেন, নিউটাউনের মতো যায়গায় এই ধরণের উদ্যোগ খুবই উল্লেখযোগ্য। নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশানের পক্ষে ডক্টর অচিন্ত মিত্র বলেন, অ্যাকশন এরিয়া ২-বি তে ১০ নম্বর গ্রিন ভার্জের পোশাকি নামকরণ করা হয়েছে ‘পোষণ পার্ক’ ।

এখানে ২.৫৬ একর জায়গার উপর মোট ১৪৫০ টি ২৭ ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। তারমধ্যে ৫০০ টি বিভিন্ন প্রজাতির আম গাছ, ২০০ টি পেয়ারা গাছ, ১০০ টি লেবু গাছ, ১৫০ টি নারকেল গাছ, ৫০ টি কাঁঠাল গাছ, ৫০ টি পেঁপে গাছ এবং আতা, তেঁতুল, লিচু, কামরাঙা, কলা, করমচা, বিলাতি আমড়া, কাজু, ডালিম, গাব, কুল, জাম, জামরুল, আঁশ ফল রয়েছে।

অ্যাকশন এরিয়া ২-বি’র আরও একটি গ্রিন ভার্জ ৭ নম্বরে পঞ্চবটী বন তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে এনকেসিএফের উদ্যোগে। এখানে হরীতকী, নিম, বেল, তেজপাতা, বসাক, নারিকেল, দারুচিনি, কাবাবছিনি, রিঠা, অর্জুন, ছাতিম, বহেড়া, হিং, কর্পূর, ইত্যাদি প্রায় ৫০টি প্রজাতির ভেষজ গাছ আছে। এদের উপকারিতা উল্লেখ করে আলাদা বোর্ড বসানো হবে। প্রায় ১.৩৩ একর জমির উপর বট, অশত্থ, অশোক, আমলকি, বেল ইত্যাদি সহ মোট ১০০০ গাছের সমারোহে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে।
এই দুটি গ্রিন ভার্জ নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেল।

সম্পর্কিত পোস্ট