#Oscar2020: বহু ইতিহাসের সাক্ষী রইল ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস্ এর মঞ্চ

৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইতিহাসের নজির গড়ল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। এই প্রথমবার অ্যাকাডেমির মঞ্চে সেরার সেরা পুরষ্কার পেল কোনও ফরেন ছবি। এক ঝলকে সেরাদের তালিকা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসন্তের আগমনের আগেই হলিউডে বসন্ত বিরাজমান। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইতিহাসের নজির গড়ল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। এই প্রথমবার অ্যাকাডেমির মঞ্চে সেরার সেরা পুরষ্কার পেল কোনও ফরেন ছবি। সেইসঙ্গে সেরা সহ অভিনেতার জন্য প্রথমবার অস্কার পেলেন ব্র্যাড পিট। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেতার পুরষ্কার পেলেন জোয়াকিন ফোনিক্স। এবছর সেরা ১০ টি বিভাগে জায়গা করে নিয়েছে টড ফিলিপ্স পরিচালিত ছবি ‘জোকার’।

Oscar 2020 মঞ্চে এক ঝলকে সেরাদের তালিকাঃ

সেরা ছবিঃ প্যারাসাইট

সেরা পরিচালকঃ বোন জুন হো (প্যারাসাইট)

সেরা অভিনেত্রীঃ রেনি জেলওয়েগার (জুরি)

সেরা অভিনেতাঃ জোয়াকিন ফোনিক্স (জোকার)

সেরা সহ অভিনেত্রীঃ লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)

সেরা সহ অভিনেতাঃ ব্র্যাড পিট (ওয়ানস্‌ আপন এ টাইম ইন হলিউড)

সেরা সিনেমাটোগ্রাফিঃ রজার ডেকিন্স (১৯১৭)

সেরা ভিসুয়াল এফেক্টঃ ১৯১৭

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মঃ প্যারাসাইট

আরও পড়ুনঃ পরমব্রতের তৃতীয় হিন্দি ছবি! নাম কি?

সেরা এডিটিংঃ অ্যান্ড্রু বাকল্যান্ড, মাইকেল ম্যাককাসকের (ফোর্ড ভার্সেস ফেরারি)

সেরা প্রোডাকশান ডিজাইনঃ ওয়ানস্‌ আপন এ টাইম ইন হলিউড

সেরা কস্টিউম ডিজাইনঃ জ্যাকলিন ডুরান (লিটল ওমেন)

সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলঃ অ্যানি মরগান, ভিভিয়ান বেকার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মঃ টয় স্টোরি ফোর

সেরা সাউন্ড এডিটিংঃ মার্ক টেলর, স্টুয়ার্ট উইলসন (১৯১৭)

সেরা অরিজিনাল স্কোরঃ হিদুর গুয়ানাদোত্তির (জোকার)

আরও পড়ুনঃ নতুন গল্পের “লাভ আজকাল”, পোস্টার শেয়ার করলেন কার্তিক-সারা

সেরা গানঃ লাভ মি এগেন (রকেটম্যান)

সেরা ডকুমেন্টরি ফিচারঃ আমেরিকান ফ্যাক্টরি

সেরা ডকুমেন্টরি (শর্ট)ঃ লার্নিং টু স্কেটবোর্ড ইন এ ওয়ারজোন

সেরা লাইভ অ্যাকশান শর্টফিল্মঃ দ্য নেবারস্‌ উইনডো

সম্পর্কিত পোস্ট