লাখিমপুরের ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে? জানতে চাইল সুপ্রিম কোর্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় এখনও অবধি কতজন গ্রেফতার হয়েছে? বৃহস্পতিবার রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে এবিষয়ে এবিষয়ে রিপোর্ট চাইল আদালত।

একইসঙ্গে আদালত আরও জানতে চায় লাখিমপুর খেরির ঘটনায় এখনও অবধি কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? মন্ত্রী অজয় মিশ্রর সফরে যে আট জনের মৃত্যু হয়েছে, তাঁদের বিষয়েও বিস্তারিত জানতে চেয়েছে আদালত। কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে? এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে দাবী করেছে আদালত।

কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে প্রধান বিচারপতি এনভি রামানার কাছে একটি চিঠি জমা দিয়েছে আইনজীবী শিবকুমার ত্রিপাঠী। যেখানে আশীষ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনও অবধি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিন আবেদনকারীদের তরফে আদালতের কাছে বলা হয়, প্রশাসনের গাফিলতির কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। এটা মানবিধিকার লঙ্ঘন। আদালতের কড়া পদক্ষেপ নেওয়া দরকার৷ উত্তরপ্রদেশ সরকার এবিষয়ে সঠিক পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন তিনি। পাল্টা উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। প্রাক্তন বিচারপতির তত্তাবধানে একটি কমিটিও গঠন হয়েছে।

অভিযোগ দায়ের হলেও এখনও অবধি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার পক্ষের দিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। বিচারপতি সূর্যকান্ত বলেন, একজন কৃষকের মৃত্যুর ঘটনায় তার মা গুরুতর অসুস্থ। উত্তরপ্রদেশ সরকার যেন তাঁর সঠিক চিকিৎসার ব্যবস্থা নেন।

রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যু হয়৷ এর মধ্যে ৪ জন কৃষক ছিলেন৷ যাদের গাড়িতে পিষে মারা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে৷ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট