সভাপতি পদে আমিই রয়েছি, কংগ্রেসের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে জানালেন সোনিয়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী দিনে দলের রণনীতি কী হবে? তা ঠিক করতেই শনিবার দিল্লির ২৪ নম্বর আকবর রোডে শুরু হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে সোনিয়া গান্ধী স্পষ্ট করা দেন তিনিই এই মুহুর্তে সভাপতি পদে থাকবেন৷

তিনি আরও বলেন, সর্বভারতীয় সভাপতি পদে তিনিই থাকবেন৷ জি-২৩ গ্রুপের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, মিডিয়ার মাধ্যমে আমার সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। আমি সবার কথার গুরুত্ব দিয়ে এসেছি। তাই আমাদের সকলের পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার৷ এই চার দেওয়ালের বাইরে যা কিছু হবে তা ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে।

উল্লেখ্য, আগামী দিনে বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনে কংগ্রেসের রণনীতি কী হবে তা ঠিক করতেই শুরু হয়েছে বৈঠক। এছাড়াও দলের সর্বভারতীয় সভাপতির পূর্ণ পদের জন্য একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন জি-২৩ নেতারা। সেইমতো এবার বৈঠকে দলের সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে৷

চলতি বছরে জানুয়ারি মাসে শেষবার বৈঠকে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেখানেই কার্যকরী সভাপতি পদে সোনিয়া গান্ধীকে বেছে নেওয়া হয়। তারপর জুলাই মাসে ফের বৈঠকের কথা হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট