হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান শুভেন্দু: সৌগত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একসময় শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দৌত্যে দমদমের সাংসদ সৌগত রায়ই ছিলেন প্রধান মুখ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এবার তিনিই পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারীর দিকে। তিনি বলেন, হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান শুভেন্দু।

উল্লেখ্য, পূর্বমেদিনীর শুভেন্দু অধিকারী দল ছাড়ায় পড় ক্রমেই কিছুটা কোনঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেসের সংগঠন। কারণ বিগত দিনে নন্দীগ্রাম-সহ পূর্বমেদিনীপুরে ছিল অধিকারীরাই শেষ কথা।

কিন্তু গত কয়েকদিনে তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব অধিকারী পরিবারের হাতে থেকে নিয়ে অখিল গিরি ও সৌমেন পাত্রদের হাতে দেওয়ার পর সংগঠনের কাজে গতি এসেছে। সর্বপরি সোমবার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নাম না করে বলেন , এতদিন অধিকারীদের জন্য নন্দীগ্রাম সহ এই এলাকার সংগঠনের দিকে নজর দিতে পারেননি বলে জানান তিনি।

তবে মুখ্যমন্ত্রী বলেছেন, এবার তিনিই এসব এলাকার সংগঠন নিজেই দেখবেন। এখানেই শেষ নয়, তিনি এদিন ঘোষণা করেছেন শুভেন্দু গড়ে এবার তিনি নিজে প্রার্থী হবেন।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে একটা তা‍ৎপর্যপূর্ণ প্রশ্ন ঘোরাঘুরি করছে। তাহলে কি এবার মমতা-শুভেন্দু  দ্বৈরথ দেখা যাবে নন্দীগ্রামে?

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/vaccines-are-being-ridiculed-across-the-state-with-artillery-leader-ashok-bhattacharya-targeting-the-ruling-party/

এদিন রাজনৈতিক মহলের এই প্রশ্নই শুভেন্দুর উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এদিন তিনি বলেন, নন্দীগ্রামে আমাদের একজন বিধায়ক ছিল, ফরসা দেখতে লাল টুকটুকে।নন্দীগ্রামে তৃণমূল নিয়ে অনেক বক্তব্য রেখেছিল। এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তো! হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান!

তাঁর কথায় তৃণমূলের নেতাদের তাঁদের সব কৃতিত্ব আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের। তাঁদের পেছন থেকে মমতার নাম আর ঘাসফুলের প্রতীক সরে গেলে এই সাফল্য আর থাকবে না।

সৌগতর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জিতে নিজের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করুক শুভেন্দু। তাহলেই না বোঝা যাবে তিনি কত বড় নেতা!

সম্পর্কিত পোস্ট