ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ‘তোলা আদায়ে’ অভিযুক্ত BJP নেতৃত্ব
দ্য কোয়ারি ডেস্ক: সরকারে আসার পর বারবার তোলা আদায়ের মতো অভিযোগে জড়িয়েছেন ত্রিপুরার একাংশ বিজেপি নেতৃত্ব। উঠেছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ লেনদেনের অভিযোগ।
শাসক দলের নেতারা ডোন্ট কেয়ার ! এমনই অভিযোগ রাজ্যের আমদানি-রফতানিকারকদের প্রায় সবার। তাঁদের বক্তব্য গত বাম জমানায় এমন তোলা আদায় ছিল না।
বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে আখাউড়া আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রফতানি হয়। যাতায়াত হয়। তবে করোনা সংক্রমণের জন্য ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য বারবার স্থগিত হয়েছে। সম্প্রতি এই লেনদেন ফের শুরু হয়। ত্রিপুরার আমদানি রফতানি ব্যবসায়ীদের স্পষ্ট অভিযোগ, বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে তোলা আদায় করছে।
শাসকদলের নেতৃত্বের একাংশ আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন এলাকায় তোলা আদায়ের ব্যবস্থা করে রেখেছে। সেখানে টাকা না দিলে সব লাটে উঠবে।
অভিযোগ, বারবার প্রশাসনের কাছে সব জানানো হয়েছে, কিন্তু সরকার সব জেনেও চোখ বন্ধ করে রেখেছে। সীমাম্ত এলাকার এই সমস্যা সরকার পরিবর্তনের পর ক্রমাগত বেড়েছে বলেই অভিযোগ।
উপনির্বাচনে অনিশ্চয়তা! মমতার মুখ্যমন্ত্রীত্ব ঘিরে সংশয়, ৮ দফা যুক্তি প্রস্তুত পদ্ম শিবিরের
স্থানীয় আমদানি রফতানিকারক ব্যবসায়ীরা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কোনও নিয়ন্ত্রণ নেই এই তোলাবাজদের উপর। আবার এও অভিযোগ, সরকার ও প্রশাসনের নীরবতা একধরণের সমর্থন।
বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, রাজ্যে গত বিধানসভা ভোটে সরকার পরিবর্তনের পর টিএমসি থেকে যাওয়া বিজেপির নেতারা ও পরে সরকারে থাকা দলের প্রচ্ছন্ন মদতে সীমান্ত এলাকায় তোলাবাজির রমরমা চলছে।