বঙ্গ সহ ১৫ টি রাজ্যে বিতর্কের আবহেই ‘খেলা হবে দিবস’ পালন করল তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিতর্ককে সঙ্গী করেই খেলা হবে দিবস পালন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরা, উত্তরপ্রদেশ সহ আরো ১৫ টির মত রাজ্যে এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস।

এ রাজ্যে খেলা হবে দিবসের সবথেকে বড় আকর্ষণ ক্রীড়া দপ্তরের সহায়তায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় একাদশের সঙ্গে আইএফএ একাদশের ফুটবল ম্যাচ। এছাড়াও, আইএফএ স্বীকৃত ৩০৩ টি ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার।

পাশাপাশি রাজ্যের ৩৪৩টি ব্লকের একটি করে ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। দল হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকে ব্লকে ‘খেলা হবে দিবস’ পালনের ডাক দেওয়া হয়। বিভিন্ন জায়গায় টুর্নামেন্টেরও আয়োজন করেছিল ।

কোথাও সাংসদ একাদশ বনাম বিধায়ক একাদশ। কোথাও মন্ত্রী একাদশ বনাম বিধায়ক একাদশ ফুটবল টুর্নামেন্টের ডাক দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার উদ্যোগে ১৪৪ টি ওয়ার্ডেই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে নিয়ে প্রথম থেকেই দানা বেঁধেছে বিতর্ক।

আধুনিক হবে চিড়িয়াখানা, প্রাগের সঙ্গে চুক্তি বনদপ্তরের

চার দশক আগে এই দিনে ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো দর্শকদের স্মৃতিতে যে ভাবে গম্ভীর ফুটবলপ্রেমী দিবস পালন করা হয় তার সঙ্গে এই খেলা দিবস খাপ খায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া জগতের একাংশ।

একইসঙ্গে ১৯৪৬ সালে কলকাতার ভয়াবহ দাঙ্গা বা গ্রেট ক্যালকাটা কিলিং এর দিনে খেলা দিবস পালনের প্রথম থেকেই বিরোধিতা করেছে বিরোধী দল বিজেপি। তবে সবথেকে বড় বিতর্ক ধেছে বিধানসভা নির্বাচনের খেলা হবের তথাকথিত রাজনৈতিক স্লোগানকে খেলাধুলোর অরাজনৈতিক পরিসরে প্রবেশ করানোর চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে।

সম্পর্কিত পোস্ট