২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯৭ হাজার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্রুতহারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৭,৮৯৪ জন।

বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার করেছিল। বৃহস্পতিবার সেই সংখ্যা ৫১ লাখে ছুতে চলেছে।

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১১৩২ জন। মোট মৃত রোগীর সংখ্যা ৮৩,১৯৮ জন। করোনায় মৃত্যুর হার ১.৬৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুহার কম বলে দাবী স্বাস্থ্য বিভাগের।

আইসিএমআরের তরফে জানানো হয়েছে, কনট্যাক্ট ট্রেসিং এবং সেরো সার্ভের মাধ্যমে দ্রুত চিহ্নিত করা হচ্ছে রোগীদের।
ভারতে সুস্থতার হার ৭৮.৬৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৮০ হাজারের অধিক মানুষ। মোট সুস্থ হয়েছেন ৪০ লক্ষের অধিক মানুষ।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৩,৩৬৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১,২১,২২১ জন। মৃত ৩০,৮৮৩। সুস্থ হয়েছেন ৭,৯২,৮৩২ জন।

গত ২৪ ঘন্টায় অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫,৯২,৭৬০ জন। মৃত ৫১০৫ জন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/raghunath-ganj-tmc-leader-nasir-sekh/

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৬৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫,১৯,৮৬০ জন। মৃত ৮৫৫৯।

কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৭২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,৮৪,৯৯০ জন।মৃত ৭৫৩৬ জন।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬২২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩০,২৬৫। মৃত ৪৬৯০ জন।

দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৩০,২৬৯ জন। মৃত ৪৮৩৯ জন।

সম্পর্কিত পোস্ট