লকডাউনে অন্নপূর্ণা -র চতুর্থ পর্বে জন্মদিনে শিশুদের সঙ্গে অতনু প্রসাদ মিত্র
রাহুল গুপ্ত
চলছে লক ডাউন , লড়াই জারি করোনার বিরুদ্ধে। গত ৪ঠা এপ্রিল থেকে শুরু হইয়া অন্নপূর্ণা ৪০ দিন অতিক্রান্ত। এই আবহে নিজের জন্মদিনে শিশুদের সঙ্গে সকালটা কাটালেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু প্রসাদ মিত্র (ডিউক )।
লকডাউনে যারা পরিস্থিতির স্বীকার তাদের পাশে থেকেই শুরু হয়েছিল ” অন্নপূর্ণা ” প্রকল্প। খাদ্য দ্রব্য সামগ্রী প্রদান , রান্না করা খাদ্য দ্রব্য প্রদান , ইফতারের খাদ্য দ্রব্য সামগ্রী প্রদানের পর এইবার অতনু প্রসাদ মিত্র-এর জন্মদিনে ” অন্নপূর্ণা ” এর চতুর্থ পর্ব শুরু হয়।
এদিন কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন পেয়ারাবাগান অঞ্চলের প্রায় ১৪ টি ক্লাবের শিশুদের হাতে তুলে দেওয়া হয় দুধ, বিস্কুট ও ট্রফি।
ঔরঙ্গাবাদের রেশ কাটতে না কাটতেই ফের দূর্ঘটনা, মৃত ২৪ পরিযায়ী শ্রমিক
নির্দিষ্ট লাইন করে মাস্ক পরে সব খুদেরাই এদিন এসে লাইনে দাঁড়ায়। প্রায় ২০০০ শিশুদের হাতে এদিন এইসব খাদ্য দ্রব্য সামগ্রী পৌঁছে যায়।
জন্মদিনে শিশুদের পশে দাঁড়াতে পেরে যেমন অতনু তৃপ্ত ঠিক তেমনই ওই অঞ্চলের সাধারণ মানুষ অতনু এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রবীণ তৃণমূল নেতৃত্ব নির্মল সাধুখাঁ ডিউক এর এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন ” বিরোধীদের সমালোচনা দূরে সরিয়ে কাজ করে যেতে হবে , মানুষের পাশে থেকে। যেভাবে নিজের জন্মদিনে ৬৯ নম্বর ওয়ার্ডের শিশুদের সঙ্গে সময় কাটালেন অতনু , এই উদ্যোগ কে সাধুবাদ জানান নির্মল সাধুখাঁ।
পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছাও জানান। তৃণমূল যুব নেতা ভরত জানা অতনুর উদ্যোগকে ব্যতিক্রমী চিন্তা বলে অভিহিত করেন। এদিন ক্লাবের সব সদস্যরাই জন্মদিনের শুভেচ্ছা জানান অতনু প্রসাদ মিত্রকে।