বারাসাতের ৩০ নম্বর ওয়ার্ডে বিজেপির তরফে ৫৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ থেকে দেশ জুড়ে শুরু হল চতুর্থ পর্যায়ের লকডাউন। যত দিন যাচ্ছে লকডাউনে দিন আনি দিন খাই মানুষের দুরবস্থা ততই করুণ হয়ে উঠছে।

খাদ্য নেই, অর্থ নেই -যেন মন্বন্তরের দিন সমাগত। কিছু কিছু ক্ষেত্রে ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা হলেও তা অপর্যাপ্তই থেকে যাচ্ছে। ত্রাণের অপ্রতুলতার মধ্যে মানবিক অরাজনৈতিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক মঞ্চ থেকেও কম বেশী সাহায্য করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বারাসাত পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে এমন এক ত্রাণের আয়োজন করা হল যেখানে দুঃস্থ ও অসহায় সাড়ে পাঁচ শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হল কাঁচা সবজি।

রামপুরহাটে আরও ৪ জনের শরীর মিলল করোনা পজিটিভ

ছিল ঝিঙে, পটল, কুমড়ো, ধ্যাড়শ সহ সাত ধরণের সবজি ও আনাজ। বিতরণ করা হয়েছে বিশুদ্ধ পানীয় জলও। এর ফলে বেশ কয়েকদিনের জন্য খাদ্য সংকট মিটছে বারাসাতের সাড়ে পাঁচশো পরিবারের।

সোমবার সকালে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে বিপুল সংখ্যক মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে দাবী করা হয়েছে, রাজনৈতিক কর্মকান্ড হিসেবে নয় আর্ত মানুষের সেবায় এই উদ্যোগ গৃহীত।

বাস্তবিকভাবেই বেশ কয়েক রকমের সবজি ও আনাজ পেয়ে খুশী অবস্থার ফেরে উপকৃত অসহায় মানুষেরা । কয়েকদিনের খাদ্যের জন্য আর দুশ্চিন্তা থাকছে না ভেবে স্বস্তির নিশ্বাস ফেলছেন সংকটের ঘেরাটোপে থাকা মানুষজন।।

সম্পর্কিত পোস্ট