IND vs PAK: ভারত-পাক মহারণে বিশেষ আকর্ষণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরেই সপ্তম টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাকিস্তান ফাস্ট বোলার। আবার ভারতীয় স্পিনের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটসম্যানরা। প্রথম থেকে শেষ অবধি আজকের গোটা ম্যাচে থাকছে বিশেষ আকর্ষণ।

বাবর আজম বনাম বিরাট কোহলি

দুই দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই দুই অধিনায়ক৷ রবিবারের ম্যাচে বিশেষ নজর থাকবে এই দুই স্কিপারের ওপর৷ কারণ, গত দুই বছরে নিজেদেরকে আরও ধারলো করেছেন দুই প্রতিভাবান ক্রিকেটার। পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই চমকপ্রদ পারফরম্যান্স রয়েছে বিরাটের৷ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তিন ম্যাচে ১৬৯ রান সংগ্রহ করেছেন বিরাট। সর্বাধিক ৭৯।

রোহিত শর্মা বনাম ইমাদ ওয়াসিম

ভারতীয় ক্রিকেটে এই মুহুর্তে সবচেয়ে নির্ভরশীল ব্যাটসম্যান রোহিত শর্মা। কিন্তু প্রথম ছয় ওভারে ততটাই ভয়ঙ্কর ভারতীয় পেস বোলিং। রোহিতের বিরুদ্ধে ইমাদ ওয়াসিমকে ব্যবহার করবেন পাক অধিনায়ক বাবর আজম৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শুরুতে ইমাদকে রোহিতের বিরুদ্ধে ব্যবহার করে চমক আনতে চাইবেন বাবর।

বরুণ চক্রবর্তী বনাম মহম্মদ হাফিজ এবং শোয়েব মালিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জন্য এক্স ফ্যাক্টর দলের রহস্যময় বোলার বরুণ চক্রবর্তী। পাকিস্তান দলের দুই অভিজ্ঞ খেলয়াড় মহম্মদ হাফিজ এবং শোয়েব মালিককে আটকাতে বিরাটের ট্রাম্প কার্ড হতে পারেন বরুণ চক্রবর্তী।

যশপ্রিত বুমরাহ বনাম আসিফ আলি

পাকিস্তানের ধুরন্ধর ব্যাটসম্যানদের কুপকাত করতে ভারতীয় পেসাররা হতে পারেন এবারের বিগ ফ্যাক্টর। বাবর আজম, আসিফ আলিদের ধুরন্ধর ব্যাটসম্যানদের একের পর এক প্যাভিলিয়ন ফেরাতে পারেন যশপ্রিত বুমরাহ, মহম্মদ শামিরা।

সম্পর্কিত পোস্ট