India-Bangladesh train service :ভারত-বাংলাদেশে নতুন বন্ধুত্ব,৫৬ বছর পর শুরু রেল পরিষেবা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জলপাইগুড়িতে দীর্ঘ  প্রতিক্ষার অবসান। ফের চালু হতে চলেছে হলদিবাড়ি চিলাহাটি রুটে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল । মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হতে চলেছে ঢাকা থেকে হলদিবাড়ি চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। ২০২০ সালে ১৭ ডিসেম্বর ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই রেলপথে মালগাড়ি চালিয়ে রেল চলাচলের সূচনা করেছিলেন।

 

Asansol Imam :ফের মানবিকতার নজির, ছেলের খুনিদের বিরুদ্ধে সাক্ষি দিলেন না সেই ইমাম

 

১৯৬৫ সালের পর ফের হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ।কোরোনা ভাইরাসের সংক্রমণের ফলে দুই দেশের রেল যোগাযোগ প্রকৃয়া ভাটা পরেছিল।কোরোনা সংক্রমণ কিছুটা স্বাভাবিক হবার পর ফের এই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ প্রকৃয়া চালু হতে চলেছে।গত ১৭ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি চিলাহাটি রুটে রেল যোগাযোগের সুচনা করেছিলেন।

ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কাঁটাতারের বেরা পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে মালগাড়ি। মালগাড়ি বেশ কয়েকবার ভারত থেকে বাংলাদেশে পাথর সহ অন্যান্য সামগ্রী নিয়েও গেছে। সম্প্রতি বাংলাদেশের তরফে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে ২৭ মার্চ থেকে ঢাকা থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটে যাত্রীবাহী ট্রেনের ভাড়া ধার্য করা হবে। কিন্তু কবে থেকে এই ট্রেন পরিষেবা চালু হবে তা জানানো হয়নি।

 

নির্দেশিকায় বলা হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে রবিবার আর বুধবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে মিতালি এক্সপ্রেস। ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার মিতালি এক্সপ্রেস রওনা হবে।ট্রেনটিতে এসি বার্থ ৪ টি,এসি চেয়ার ৪ টি ও ব্রেকভ্যণ সহ পাওয়ার কার দুটো থাকবে।ঢাকা থেকে চিলাহাটি হলদিবাড়ি হয়ে এনিজেপি আসবে এই ট্রেন।

ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা BSF কে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে এখনো অবহিত করা হয়নি। BSF এর শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের ১৫ ব্যাটেলিয়ানের দায়িত্বে রয়েছে এই হলদিবাড়ি চিলাহাটি লিঙ্ক গেটের নিরাপত্তা।

দির্ঘ ৫৬ বছর পর ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রুটে কাঁটাতারের বেরা পেরিয়ে যাত্রীবাহী ট্রেন ছুটবে। উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে মিতালি এক্সপ্রেস চালানোর নোটিফিকেশন জারি করা হয়নি।তবে খুব তাড়াতাড়ি ট্রেন চলবে।

সম্পর্কিত পোস্ট