মেলবোর্নের ম্যাচ জিতে কামব্যাক ভারতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অ্যাডিলেডের হার প্রশ্ন তুলেছিল ভারতীয় ক্রিকেট দলের নতুন লড়াকু মুখদের নিয়ে। কিন্তু মেলবোর্ন টেস্টে তারই জবাব মিলে গেল। বক্সিং ডে’তে ৮ উইকেটে ঐতিহাসিক জয়ে সমতা ফেরালো ভারত। ম্যাচে রাহানের অতুলনীয় পার্ফরম্যান্সের পাশাপাশি আলোচনার শিরোনামে উঠে এল শুভমন গিল এবং মহম্মদ সিরাজের নাম।

তৃতীয় দিনে ৬ উইকেটের বিনিময়ে ১৩৩ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ দিনে অজিদের দুর্গ রক্ষা করে গিয়েছেন ক্রিশ গ্রিন এবং প্যাট কামিন্স। কিন্তু ভারতীয় বোলারদের আক্রমণের কাছে বেশিক্ষণ টিকতে পারেননি। ২০০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৬৯ রানের লিড দেয় অস্ট্রেলিয়া। ম্যাচ জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ৭০ রান।

কিন্তু সেটাকেও তাড়া করতে গিয়ে শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট খুইয়ে বসে ভারত। ৫ রানের মাথায় আউট হয়ে ফিরে যান তিনি। এরপরেই ফিরে যান চেতশ্বর পুজারাও। কিন্তু শুভমান গিল এবং রাহানের ব্যাটিংয়ের দৌলতে জয় ছিনিয়ে নেয় ভারত। শুভমান গিল ৩৫ রান করেন, রাহানে করেন ২৭ রান।

আরও পড়ুনঃ আইসিসির সেরা খেলোয়াড়ের তালিকায় ধোনি এবং কোহলি

প্রথম ইনিংসে দুরন্ত বোলিংয়ের দাপতে ১৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪টি উইকেট পান বুমরাহ এবং ৩ টি উইকেট পান অশ্বিন, সিরাজ পান ২টি। পাল্টা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৬ রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় ইনিংসে চলে সিরাজের দাপট ৩ টি উকেট পান তিনি। দুটি করে উইকেট পান বুমরাহ এবং অশ্বিনরা।

তবে এদিনের ম্যাচে একসময় অ্যাডিলেডের কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু তা সফল হতে দেননি রাহানে এবং গিল। ম্যাচ জয়ের পর অধিনায়ক রাহানে জানিয়েছেন মেলবোর্নের মাঠে জয়ের পিছনে দলের সমস্ত খেলোয়াড়দের কৃতিত্ব রয়েছে। একইসঙ্গে শুভমন গিলের প্রশংসা করে তিনি বলেন, শুভমন বহুদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন। এই ম্যাচেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। সিরাজও বেশ চমকপ্রদ প্রতিভা মেলে ধরেছেন। কোহলি, ইশান্ত, রোহিত শর্মা, শামিদের ছাড়াই এই জয় নিঃসন্দেহে একটা বড় জয় মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট