দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষ পার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষ পার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫, ২৩০ জন। এই মুহুর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮২,২৯,৩১৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। মৃতের হার ১.৪৯ শতাংশ। সুস্থ হয়েছেন হয়েছেন ৫৩,২৮৫ জন। সুস্থতার হার ৯১.৬৮ শতাংশ।
India records 45,230 new COVID-19 cases, 496 deaths in last 24 hours
Read @ANI Story | https://t.co/pmzYUhvvtf pic.twitter.com/VQXZLX4ZKF
— ANI Digital (@ani_digital) November 2, 2020
ভারতে কোভিড সংক্রমণে মোট মৃতের সংখ্যা ১,২২,৬০৭ জন। কোভিডকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৭৫,৪৪,৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট করানো হয়েছে ৮,৫৫,৮০০ জনের। গোটা দেশে এই মুহুর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫,৬১,৯০৮ জন। পরিসংখ্যান অনুযায়ী গত কয়েকদিন যাবদ ভারতে যে পরিমাণ সংক্রমণ হচ্ছিল তার তুলনায় মঙ্গলবার সংখ্যা কম।
দেশে করোনা আক্রন্তের নিরিখে শুরু থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৮৩,৭৭৫ জন। মৃত ৪৪,০২৪ জন। সুস্থ হয়েছেন ১৫,১৪,০৭৯ জন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৮,২৭,০৬৪ জন। মৃত ১১,১৯২ জন। সুস্থ হয়েছেন ৭,৬৫,২৬১ জন। অন্ধ্রপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮,২৫,৯৬৬ জন। সুস্থ হয়েছেন ৭,৯৫,৫৯২ জন। মৃত ৬,৭০৬ জন। তামিলনাড়ুতে কোভিড আক্রান্তের সংখ্যা ৭,২৭,০২৬ জন। মৃত ১১, ১৫২ জন। সুস্থ হয়েছেন ৬,৯৪,৮৮০ জন।
উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে। অন্যদিকে বিশ্বে করোনা আক্রনাতের নিরিখে প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা এবং ব্রাজিল। দ্বিতীয় সাথনে রয়েছে ভারত। যদিও মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত।